Advertisement

ইউটিলিটি

Ola Electric Scooter: ১০টি চোখ ধাঁধানো আকর্ষণীয় রঙে Electric Scooter বাজারে আনছে Ola!

Aajtak Bangla
  • 23 Jul 2021,
  • Updated 7:53 PM IST
  • 1/7

বহু প্রতীক্ষিত এবং অনেক আশা জাগানো ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নেওয়া চালু করার মধ্যে দিয়ে ওলা ইলেকট্রিক। গত বৃহস্পতিবার ভারতে Ola Electric স্কুটারের জন্য বুকিং নেওয়া শুরু হয়। আর মাত্র ২৪ ঘণ্টায় ১ লক্ষেরও বেশি Ola Electric Scooter রিজার্ভ করা হয়েছে।

  • 2/7

Ola S1 এবং Ola S1 Pro, এই দুই মডেলের বুকিং চলছে হুড়মুড়িয়ে! মাত্র ৪৯৯ টাকার ফেরতযোগ্য (রিফান্ডেবল) ডিপোজিট দিয়ে olaelectric.com-এ ক্রেতারা তাঁদের Ola Electric Scooter রিজার্ভ করতে পারবেন। যাঁরা এখন রিজার্ভ করবেন, ডেলিভারির ব্যাপারে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • 3/7

Ola Electric Scooter-এ পাওয়া যাবে সেরা গতি, অভূতপূর্ব রেঞ্জ, সবচেয়ে বেশি বুট স্পেসের সঙ্গে উন্নত প্রযুক্তিও। ফলে কেনার পক্ষে এটাই সবচেয়ে ভাল স্কুটার। Ola Electric Scooter ইতিমধ্যেই CES-এ IHS Markit Innovation পুরস্কার এবং German Design Award-এর মত পুরস্কার জিতে গেছে।

  • 4/7

মোট ১০টি চোখ ধাঁধানো রঙে Electric Scooter বাজারে নিয়ে আসছে Ola। হলুদ, নীল, বেগুনি, ধূসর, কালো, লাল, গোলাপি, সাদা রঙের বেশ কয়েকটি মডেল দেখা গিয়েছে। সঙ্গে থাকবে সাদা আর রূপোলি রঙের বিকল্প।

  • 5/7

ওলা ইলেকট্রিক টু হুইলারের প্রথম নিদর্শন, Ola Electric Scooter, বেরোবে ওলা ফিউচারফ্যাক্টরি থেকে। এটা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত এবং পরিবেশবান্ধব দু চাকার গাড়ির কারখানা, যা তৈরি হচ্ছে ভারতের তামিলনাডুতে ৫০০ একর এলাকা জুড়ে।

  • 6/7

Ola Electric দ্রুত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দৌড়াচ্ছে। আপাতত তামিলনাডুর ওই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০ লক্ষ ইউনিট। আগামী এক বছরের মধ্যে এই কারখানা থেকে বছরে ১ কোটি Ola Electric Scooter উৎপাদন করার লক্ষ্যমাত্র নিয়ে এগোচ্ছে সংস্থা।

  • 7/7

মধ্যবিত্তের পকেট-সই দামেই এটিকে বাজারে লঞ্চ করার কথা ভেবেছে Ola Electric। আগামী কয়েক দিনের মধ্যে Ola Electric Scooter-এর ফিচার ও দাম প্রকাশ করা হবে।

Advertisement
Advertisement