গত কয়েক মাস ধরেই দেশের গুরুত্বপূর্ণ বেশিরভাগ শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। ১০০ টাকার কাছাকাছি লিটার প্রতি ডিজেলের দামও। তবে ৫ সেপ্টেম্বর তেল কোম্পানিগুলি উভয় জ্বালানির দাম লিটার প্রতি ১০-১৫ পয়সা কমিয়েছিল।
পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের মূল্য। তার প্রেক্ষিতেই প্রতিদিন ধার্য করা করা হয় পেট্রোল-ডিজেলের দাম।
এ মাসে ইতিমধ্যেই দুদিন কমেছে পেট্রোল-ডিজেলের দাম। এই দুই দিনে লিটারে প্রায় ৩০ পয়সা সস্তা হয়েছে জ্বালানি। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ১৯ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৮ টাকা ৬২ পয়সা।
কলকাতায় বুধবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ৬২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯১ টাকা ৭১ পয়সা।
মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ২৬ পয়সা আর ডিজেলের দাম ৯৬ টাকা ১৯ পয়সা।
বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ৯৮ টাকা ৯৬ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৩৮ পয়সা।
এই চার মহানগর ছাড়াও হায়দরাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ২৬ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৬ টাকা ৬৯ পয়সা।
গান্ধীনগরে বুধবার এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ২৬ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ৭০ পয়সা প্রতি লিটার।
লখনউতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৩০ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ০২ পয়সা প্রতি লিটার।