Advertisement

ইউটিলিটি

Petrol Diesel Price Today : আপাতত জ্বালানির দামে বদল নেই, দেখুন আপনার শহরে কত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2021,
  • Updated 9:07 AM IST
  • 1/11

Petrol Diesel Price Today: যেন সোমবারের পর মঙ্গলবার স্বস্তি দিল জ্বালানি! আপাতত থিতু হল দাম। না হলে যে হারে বাড়ছিল, তা আরও সমস্যা বাড়িয়ে দিত। তবে ঘটনা হল এখন যে জায়গায় গিয়েছে, তাতেও কম অসুবিধা তৈরি করেনি।

  • 2/11

গত কয়েকদিন মাসে ধরে বেড়েই চলেছিল পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price)। রবিবার লিটারে বাড়ানো হয়েছিল ৩৫ পয়সা করে। শনিবারও জ্বালানির দাম বেড়েছিল ৩৫ পয়সা করে। এবং এর জেরে নাজেহাল সবাই।

  • 3/11

পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price ) বেড়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন মানুষ। এ কথা বলার অপেক্ষা রাখে না। কারণ জ্বালানির দাম চড় চড় করে বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়েছে। 

  • 4/11

তথ্য এবং পরিসংখ্যান বলছে, দেশে মাঝে ১৮ এবং ১৯ অক্টোবর জ্বালানির দাম বাড়েনি। ইতিমধ্যে বাংলার কয়েকটি জায়গায় ডিজেলের দাম ১০০ টাকা প্রতি লিটার পার করে ফেলেছে।

  • 5/11

দেশে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) সব রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন কোন শহরে তেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, জ্বালানির দাম কতটা বাড়ল। তা দেখে মাথায় হাত সকলের।

  • 6/11

আসুন, দেখে নেওয়া যাক, কোথায় কত দাম। আজ যেহেতু দাম বাড়েনি, তাই তা রবিবারের মতো রযেছে। দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে, দিল্লিতে এখন পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) দাঁড়িয়েছে, ১০৭.৫৯ টাকা এবং ৯৬ টাকা ৩২ পয়সা প্রতি লিটার রয়েছে।

  • 7/11

এবার দেখব চার মেট্রো শহরের মধ্যে দাম (Petrol-Diesel Price)। সেখানে সবথেকে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম হল ১১৩ টাকা ৪৬ পয়সা এবং ১০৪ টাকা ৩৮ পয়সা।

  • 8/11

কলকাতায় দাম কত জেনে নিই। এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৮.১১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৪৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০৪.৫২ এবং ১০০.৫৯ টাকা প্রতি লিটার।

  • 9/11

জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়েই চলেছে। আর এর জেরে নাজেহাল মানুষ। কারণ জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়ে যাওয়ায় পরিবহণ খরচ বেড়েছে। আর জিনিসপত্রের দামে প্রভাব পড়েছে। একই দাবি তুলেছেন বাস-মিনিবাস মালিকরাও।

  • 10/11

পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে। নিজের শহরের আরএসপি কোড জানতে এখানে ক্লিক করুন।

  • 11/11

পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price ) চড়া হওয়ায় বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, কেন্দ্র মানুষের ওপর চাপ বাড়িয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। এ কথা বলা যেতে পারে, এদিন দাম না বাড়ায় খানিক স্বস্তি মিলেছে। তবে এই স্বস্তি কতদিন পর্যন্ত টিকবে, তা নিয়ে সংশয়ও রয়েছে মানুষের মনে।

Advertisement
Advertisement