রাশিয়া-ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহে টানের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর এখন আকাশছোঁয়া। অপরিশোধিত তেলের দর বাড়তে বাড়তে এখন ব্যারেল প্রতি ৯০ ডলার ছুঁয়েছে। ২০১৪ সালের পর থেকে এটাই সর্বোচ্চ দামের রেকর্ড!
তবে এর মধ্যেও শুক্রবার সকালে তেল সংস্থাগুলির প্রকাশিত পেট্রোল, ডিজেলের নতুন দামে স্বস্তি মিলেছে। কারণ, আজও (২৮ জানুয়ারি, ২০২২) জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। আজ নিয়ে প্রায় তিন মাস ধরে গাড়ির জ্বালানির দাম থমকে রয়েছে।
দীপাবলির প্রাক্কালে কেন্দ্র জ্বালানিতে আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছিল, যার ফলে সারা দেশে পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে। তার পর থেকেই জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।
মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।
কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।
শুক্রবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।
এই চার মহানগর ছাড়াও গুয়াহাটিতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম ৮১ টাকা ২৯ পয়সা প্রতি লিটার।
বেঙ্গালুরুতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ১০০ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ০১ পয়সা।
গান্ধীনগরে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার।