Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: টানা ৫ দিন অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দর! দাম কমার অপেক্ষায় গোটা দেশ

Aajtak Bangla
  • 22 Jul 2021,
  • Updated 11:07 AM IST
  • 1/10

মে আর জুন মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তা সত্ত্বেও জুলাই মাসেও ঊর্ধ্বমুখী তেলের দাম। তবে অপরিশোধিত তেলের পর্যাপ্ত জোগানের ফলে এ বার কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম! 

  • 2/10

ভোট পরবর্তিকালে মোট ৩৯ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর! প্রায় ৩ মাস পরে গত সপ্তাহে সামান্য কমেছে ডিজেলের দাম। তবে পেট্রোলের দাম এখনও ঊর্ধ্বমুখী! হিসেব বলছে, শেষ তিন মাসে আর কমেনি পেট্রোলের দাম, তবে লিটারে দর বেড়েছে প্রায় ১৪ টাকা!

  • 3/10

এ মাসে এখনও পর্যন্ত মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! শনিবার দাম বাড়ার পর রবিবার থেকে দেশে পেট্রোল-ডিডেলের দামে কোনও পরিবর্তন হয়নি। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা।

  • 7/10

বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও বৃহস্পতিবার লখনউতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।

  • 9/10

বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।

  • 10/10

পটনায় বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।

Advertisement
Advertisement