Advertisement

ইউটিলিটি

ভূপালে পেট্রলের দাম ১১০, রবিবার কত টাকা হল পেট্রোল ? জানুন

Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Jul 2021,
  • Updated 9:14 PM IST
  • 1/10

সেঞ্চুরি আগেই পার হয়েছিল। এবার পেট্রোল পৌঁছেলে ১১০ টাকায়। গত ৮ দিনে পেট্রোল-ডিজেলের দাম থিতু থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে।

  • 2/10

রবিবার ফের পেট্রোল-ডিজেলের দামের তালিকা দিয়েছে তেল বিপণন কোম্পানিগুলি। তাতে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলে দাম।

  • 3/10

গত ৮ দিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এরই মাঝে গত কয়েক দিনে অপরিশোধিত তেলের কিছুটা স্থিতি এসেছে। ফলে তেল কোম্পানিগুলির দাম কিছুটা কম রাখতে পারে।

  • 4/10

রবিবার দামে কোনও পরিবর্তন আসেনি। দিল্লিতে ১০১ টাকা ০৪ টাকা। প্রতি লিটার দাম ছিল যেখানে ডিজেল ৮৯ টাকা ৮৭ পয়সা দাম ছিল।

  • 5/10

গত রবিবার পেট্রোলের দাম যা ছিল, এদিনও একই দামে দিন শেষ করেছে জ্বালানি তেল। শেষবার ১৭ জুলাই পেট্রোলের দাম বেড়েছে।  তারপর পেট্রোলের দাম এ কোনও রকম হেরফের হয়নি। জ্বালানির দাম বৃদ্ধিতে স্থিতির মুখ্য কারণ হলো বৈশ্বিক তেলের দাম ১০ শতাংশ কমেছে।

  • 6/10

যার মধ্যে বেঞ্চমার্ক ক্রুড কিছু দিন আগেই ৭৭ ডলার প্রতি ব্যারেল দাম থেকে ৬৯ ডলার প্রতি ব্যারেলে দামে নেমে গিয়েছিল। দুদিন আগে ফের দাম বেড়ে ৭৪ ডলার প্রতি ব্য়ারেলে পৌঁছে গিয়েছে।

  • 7/10

মুম্বইতে যেখানে পেট্রোলের দাম ২৯ মে প্রথমবার ১০০ টাকাতে পৌঁছেছিল। এখন সব মহানগরী এবং অন্যান্য ছোট শহরেও ১০০ টাকার উপরে পেট্রোলের দাম রয়েছে এবং মধ্যপ্রদেশ ও ওডিশার কিছু জায়গায় ডিজেলও ১০০ টাকার উপর প্রতি লিটার বিক্রি হচ্ছে।

  • 8/10

আন্তর্জাতিক বাজারে ক্রুডের দামের হেরফেরের উপর পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিন ওঠানামা করে। তেল মার্কেটিং কোম্পানিগুলি দামের সমীক্ষা করার পর পেট্রোল এবং ডিজেলের দাম ঠিক করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কোম্পানি।

  • 9/10

প্রতিদিন সকালে বিভিন্ন শহরে পেট্রলের দামের হেরফের হিসেব আপডেট করে দেন পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন আপডেট করা হয়। এটা যদি আপনি জানতে চান তাহলে এসএমএস করে যে কেউ ঘরে বসে নিজের শহরের পেট্রোলের দাম জানতে পারেন।

  • 10/10

দেশের যে কোনও শহরে পেট্রলের দাম আপনি জানতে পারবেন। এ জন্য ইন্ডিয়ান অয়েল এর গ্রাহকদের RSP লিখে 9224 992 249 নম্বরে এসএমএস পাঠিয়ে দিলে দাম এর মেসেজ চলে আসবে।

Advertisement
Advertisement