Advertisement

ইউটিলিটি

PNB Fixed Deposit Revised Rates: মাত্র ৭ দিনের জন্য বিনিয়োগ, পাবেন সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি সুদ!

সুদীপ দে
  • কলকাতা,
  • 14 May 2021,
  • Updated 4:29 PM IST
  • 1/12

দেশজুড়ে চলা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। অর্থনৈতিক গবেষণা সংস্থা CMIE-র সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে কাজ হারিয়েছেন দেশের প্রায় ৭৫ লক্ষ কর্মী! এই পরিস্থিতিতে সঞ্চয়ের গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

  • 2/12

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন। অনেকেরই ধারনা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়।

  • 3/12

সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।

  • 4/12

আমানতের ধরন, লগ্নির মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার নির্ভর করে। তাছাড়া, এক একটি ব্যাঙ্কে সুদের হার একেক রকম। এমনকী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও সুদের হারে এই পার্থক্য দেখা যায়।

  • 5/12

এই মুহূর্তে দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অব বরোদা (BoB)। এই তিন ব্যাঙ্কেরই ২০২১-এ Fixed Deposit-এ সুদের হার বেশ ভাল। 

  • 6/12

আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার ছিল ৩ শতাংশ থেকে সর্বাধিক ৫.৩ শতাংশ। বর্তমানে PNB তার Fixed Deposit-এ সুদের হার পরিবর্তন করেছে।

  • 7/12

বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ। দেশের প্রবীণ নাগরিকরা তাঁদের ৩ বছরের বেশি এবং ১০ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ ৫.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

  • 8/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৩ বছরের বেশি এবং ১০ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ সুদের হার সর্বোচ্চ ৫.২৫ শতাংশ। অর্থাৎ, একই মেয়াদের Fixed Deposit-এ প্রবীণ নাগরিকদের প্রাপ্ত সুদের চেয়ে ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের সুদের হার ০.৫ শতাংশ কম।

  • 9/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের ৯১ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদী আমানতের উপর বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেয়। ১৮০ দিন থেকে ২৭০ দিনের মেয়াদী আমানতে ব্যাঙ্কের সুদের হার ৪.৪ শতাংশ।

  • 10/12

২৭১ দিন থেকে এক বছরের মেয়াদী আমানতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের ৪.৫ শতাংশ হারে সুদ দেয়। এক বছরের বেশি এবং ৩ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ ব্যাঙ্কের সুদের হার ৫.১ শতাংশ।

  • 11/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের Fixed Deposit-এ সুদের হার ৩ শতাংশ যা সঞ্চয়ী অ্যাকাউন্টের সুদের হারের চেয়ে বেশি। ব্যাঙ্ক তার গ্রাহকদের ৪৬ দিন থেকে ৯০ দিনের আমানতে ৩.২৫ শতাংশ হারে সুদ দেয়।

  • 12/12

সুতারাং, Fixed Deposit মানেই দীর্ঘ মেয়াদী সঞ্চয় নয়, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) মাত্র ৭ দিনের জন্য টাকা জমা করেও সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে পারেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার প্রবীণ নাগরিকদের দিন থেকে ৪৫ দিনের মেয়াদের Fixed Deposit-এ ৩.৫ শতাংশ হারে সুদ দেয়।

Advertisement
Advertisement