Advertisement

ইউটিলিটি

Most Expensive Rakhi: দাম ৫ লাখ! দেশের সবচেয়ে দামি রাখিতে কী আছে?

Aajtak Bangla
  • 10 Aug 2022,
  • Updated 12:44 PM IST
  • 1/9

রক্ষাবন্ধন (Rakshabandhan 2022) উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই বছর এই উৎসব পালিত হবে ১১ আগস্ট ২০২২ (Rakshabandhan 2022) অর্থাৎ আগামীকাল।

  • 2/9

এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু কামনা করে। এর সঙ্গে তিনি দীর্ঘ এবং সুখী জীবনের জন্য কামনা করেন এবং ভাইরা তাদের বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

  • 3/9

রাখির উৎসব যতই এগিয়ে আসছে, ততই রঙিন রাখিতে ভরে উঠেছে বাজার। ২০ টাকা থেকে হাজার টাকার রাখি বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু সবচেয়ে দামি রাখির দাম কত জানেন?

  • 4/9

ভারতের সবচেয়ে দামি রাখি বিক্রি হচ্ছে গুজরাটের সুরত শহরে। এই রাখির দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে আর দেখলে চোখ ফেরাতে পারবেন না।

  • 5/9

এই রাখির দাম ৫ লাখ (Most Expensive Rakhi of India) টাকা। এই রাখি সোনা, ডায়মন্ড, প্লাটিনাম দিয়ে তৈরি। এই রাখিটি দেখতে একটি গয়নার মতো এবং এর দাম এবং সৌন্দর্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

  • 6/9

সুরতে অনেক দামি দামি রাখি বিক্রি হচ্ছে:
সুরতের এই গয়নার দোকানে হাজার হাজার টাকা থেকে লক্ষাধিক রাখি বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যের রাখি। সোনা, প্ল্যাটিনাম, হিরের মতো অনেক দামি ধাতু ব্যবহার করা হয়েছে ৫ লাখ টাকার রাখি তৈরিতে।
 

  • 7/9

সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রাখির দাম। এর পাশাপাশি সুরতের এই গয়নার দোকানে আরও অনেক ধরণের রাখি রয়েছে। এই রাখি সোনা ও রুপো দিয়ে তৈরি।

  • 8/9

ওই গয়নার দোকানের মালিক দীপক ভাই চোকসি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে, ভাইরা অন্যান্য সাধারণ দিনেও গয়না হিসাবে এই রাখি পরতে পারেন। পাশাপাশি দোকানের মালিক জানান, এখানে ৪০০ টাকা থেকে ৫ লাখ টাকার রাখি বিক্রি হচ্ছে।

  • 9/9

ধীরে ধীরে উৎসব পালনের ধরন পাল্টেছে। একটা সময় ছিল যখন ভারতে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রেশমি সুতো বেঁধে রাখি উৎসব পালন করত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবের অর্থও বদলে গেছে। এখন বাজারে অনেক ধরনের অভিনব রাখিও পাওয়া যায়, যার দাম লাখ টাকা। এর পাশাপাশি এই উৎসবে ভাই বোনদের উপহার দেওয়ার পদ্ধতিতেও এসেছে বড় ধরনের পরিবর্তন।

Advertisement
Advertisement