Advertisement

ইউটিলিটি

২৪ ঘণ্টায় ২টি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের

Aajtak Bangla
  • 18 Nov 2020,
  • Updated 12:37 PM IST
  • 1/6

মঙ্গলবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মহারাষ্ট্র ভিত্তিক মান্থা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর টাকা তোলার ক্ষেত্রে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে।

  • 2/6

এই নির্দেশ অনুসারে, রিজার্ভ ব্যাঙ্কের লিখিত অনুমতি ছাড়া ব্যাঙ্ক কোনও ঋণের পুনর্নবীকরণ, নতুন ঋণ দেওয়া, টাকা জমা নেওয়া, ধার দেওয়া বা নেওয়া— এমন কিছুই করবে পারবে না।

  • 3/6

বিশেষত, সমস্ত সঞ্চয়ী ব্যাঙ্ক বা কারেন্ট অ্যাকাউন্ট বা কোনও আমানতকারীর অন্য কোনও অ্যাকাউন্টে মোট জমা থেকে কোনও রকম টাকা তোলার অনুমতি দেওয়া যাবে না মান্থা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কে।

  • 4/6

জানা গিয়েছে, ১৭ নভেম্বর, ২০২০ থেকে পরবর্তী ছয় মাস মান্থা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে রিজার্ভ ব্যাঙ্ক কোনও ভাবেই মহারাষ্ট্র ভিত্তিক এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়নি।

  • 5/6

ব্যাঙ্কিং অ্যাক্ট ১৯৪৯-এর ৪৪ ধারা অনুযায়ী, মহারাষ্ট্র ভিত্তিক এই ব্যাঙ্কের উপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর ঠিক ২৪ ঘণ্টা আগেই লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের উপরেও এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

  • 6/6

এর আগে মার্চ মাসে ইয়েস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। এর পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সহায়তায় সমস্যা কাটিয়ে ওঠে ইয়েস ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের ৪৫ শতাংশ শেয়ারে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করে।

Advertisement
Advertisement