স্থানীয় ATM-এ টাকা তুলতে গিয়ে দেখলেন, মেশিনেরও ‘পকেট খালি’! ATM-এ টাকা না থাকায় অন্য ATM-এর খোঁজে হাঁটা দিলেন। এমন ঘটনা তো প্রায় সকলের সঙ্গেই মাঝে মধ্যে ঘটে।
কিন্তু সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ করতে এ বার কড়া পদক্ষেপ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে ATM-এ টাকা না থাকলে মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে ব্যাঙ্ককে!
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পক্ষ থেকে জারি করা একটি নির্দেশে বলা হয়েছে যে, সমস্ত ব্যাঙ্ককেই তার ATM-এ সব সময় টাকা রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
যদি কখনও কোনও ATM নগদ-শূন্য হয়ে পড়ে, সে ক্ষেত্রে থাকলে মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে! আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পক্ষ থেকে জারি করা ওই নির্দেশে বলা হয়েছে যে, যদি কোনও ATM এক মাসে ১০ ঘণ্টার বেশি সময় নগদ-শূন্য হয়ে পড়ে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে!
শুধুমাত্র ব্যাঙ্ক ATM-এর ক্ষেত্রেই নয়, এই নিয়ম কার্যকর হবে ‘হোয়াইট লেভেল ATM অপরেটার্স’-এর ক্ষেত্রেও। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই নির্দেশ পালনে ব্যার্থ হলেই গুণতে হবে জরিমানা।
কোন ATM-এ মাসে কতক্ষণ টাকা থাকছে না, এই তথ্য রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কাছে পৌঁছাবে কী করে! RBI-এর নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, ATM-এর ‘ডাউন টাইম’ বা কতক্ষণ সেটি নগদ শূন্য থাকছে তা নিয়মিত জানাতে হবে।