Advertisement

ইউটিলিটি

সংখ্যালঘু উন্নয়ন ও ফাইনাস কপ্রোরেশনে চাকরির সুযোগ! ইন্টারভিউ বৃহস্পতিবার

সুদীপ দে
  • 19 Jan 2021,
  • Updated 11:38 AM IST
  • 1/6

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং ফাইনাস কপ্রোরেশনে চাকরির সুযোগ! বিজ্ঞপ্তি প্রকাশ করে Recovery Agent পদে কর্মী নিয়োগের ইন্টারভিউয়ের দিন ক্ষণ, প্রার্থীর যোগ্যতা সম্পর্কে জানানো হয়েছে।

  • 2/6

শূন্যপদগুলিতে ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ২১ জানুয়ারি, বৃহস্পতিবার। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/6

রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন এবং ফাইনাস কপ্রোরেশনে মোট শূন্যপদের সংখ্যা ৫টি। এর মধ্যে হুগলী জেলাতে ১টি, হাওড়ায় ১টি, উত্তর ২৪ পরগণায় ১টি এবং নদীয়া জেলাতে ২টি পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

  • 4/6

ইচ্ছুক প্রার্থীদের Recovery Agent পদে আবেদনের জন্য ন্যুনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করতে হবে। প্রার্থীদের কম্পিউটারের বেসিক জানা জরুরি। সংখ্যালঘু সম্প্রদায় থেকেই এই পদের জন্য নিয়োগ করা হবে।

  • 5/6

স্থানীয় প্রার্থীদেরই জেলা ভিত্তিক Recovery Agent পদে নিয়োগ করা হবে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন এবং ফাইনাস কপ্রোরেশনে। আবেদনকারীদের বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

  • 6/6

শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জাতিগত প্রমাণপত্র-সহ যাবতীয় জরুরি নথি সঙ্গে নিয়ে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য Amber DD 27/E Salt Lake Sector 1 Kolkata 700064 ঠিকানাতে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে www.wbmdfc.org ক্লিক করুন।

Advertisement
Advertisement