আজ নিয়ে টানা তৃতীয় দিন বিশ্ব বাজারে মিশ্র প্রভাব সত্ত্বেও ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজারের সূচক। শুধু তাই নয়, বুধবার Sensex ৫৭৭৮৩.৩৪ পয়েন্টের নতুন উচ্চতায় পৌঁছায়।
আজ নিয়ে টানা পঞ্চম দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল এবং বিএসই সেনসেক্সের ৩০টি শেয়ার প্রায় সাড়ে ৭০০ পয়েন্ট অর্জন করে। ২০২১-এর শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে সেনসেক্স সূচক।
২০২১-এর জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সাত মাসে ৭ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্স। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে ধাপে ধাপে অথচ দ্রুত ৫০ হাজার থেকে ৫৭ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স।
২১ জানুয়ারি, ২০২১: এই দিনের ট্রেডিংয়ে প্রথমবারের মতো সেনসেক্স ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করেছিল। তারপর ৫ ফেব্রুয়ারি, ২০২১, প্রথমবারের মতো ৫১ হাজারের গণ্ডি অতিক্রম করে সেনসেক্স। এর ঠিক ১০ দিন পর ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এ ৫২ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স।
২২ জুন, ২০২১ ৫২ হাজারের গণ্ডি পেরিয়ে যাওয়ার ৪ মাস পর এই দিনের ট্রেডিংয়ে ৫৩ হাজারের গণ্ডি অতিক্রম করে সেনসেক্স। এর পর অগাস্ট মাসের ৪, ১৩, ১৮ আর ৩১ তারিখে যথাক্রমে ৫৪ হাজার, ৫৫ হাজার, ৫৬ হাজার এবং শেষে ৫৭ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স।