Advertisement

ইউটিলিটি

Royal Enfield এর ৩৫০ সিসির নিচে সব বাইকের দাম কমছে! GST Cut এ দারুণ লাভ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • Updated 8:05 PM IST
  • 1/11

রয়্যাল এনফিল্ড লাভারদের জন্য সুখবর। এবার থেকে আরও কম দামে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ৩৫০ সিসির মোটরবাইকগুলি কিনতে পারবেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে GST 2.0 । নতুন নিয়মে ৩৫০ সিসির মধ্যে থাকা মোটরবাইকের উপর আগের মতো আর ২৮% নয়, বরং ১৮% জিএসটি বসবে। ফলে গ্রাহকদের খরচও এক ধাক্কায় প্রায় ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত কমে যাবে। টিভিএস ও ইয়ামাহার পরে এবার রয়্যাল এনফিল্ডও গ্রাহকদের হাতে পুরো সুবিধা তুলে দিতে চাইছে। চলুন দেখে নেওয়া যাক রয়্যাল এনফিল্ডের কোন বাইক কতটা সস্তা হতে পারে।

  • 2/11

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরবাইক। দাম কমতে পারে প্রায় ₹17,972।

  • 3/11

বর্তমানে দাম ₹2,34,972, নেমে আসতে পারে প্রায় ₹2,17,000 টাকায়।

  • 4/11

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০: কোম্পানির সবচেয়ে পুরনো ও সমান জনপ্রিয় মডেল।

  • 5/11

দাম কমতে পারে প্রায় ₹17,366। নতুন দাম দাঁড়াবে প্রায় ₹2,03,100।

  • 6/11

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০: সবচেয়ে হালকা ও কম দামের রয়্যাল এনফিল্ড বাইক।

  • 7/11

দাম কমবে প্রায় ₹14,150। ফলে নতুন দাম দাঁড়াবে ₹1,61,600 টাকার কাছাকাছি।

  • 8/11

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০: ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রুজার বাইক। 

  • 9/11

দাম কমতে পারে প্রায় ₹18,345। নতুন এক্স-শোরুম প্রাইস দাঁড়াবে প্রায় ₹2,14,200।

  • 10/11

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০: ববার স্টাইলের এই মডেলের দাম কমছে সবচেয়ে বেশি। প্রায় ₹18,981 কমে দাম দাঁড়াবে ₹2,21,400 টাকার মতো।

  • 11/11

সব দামই চেন্নাই এক্স-শোরুম হিসেবে ধরা হয়েছে। তবে রাজ্যভেদে ট্যাক্সের কারণে অঙ্ক কিছুটা এদিক ওদিক হতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement