Advertisement

ইউটিলিটি

Scram 411 vs Himalayan: খালি দেখতেই যমজ, কেনার আগে জানুন স্ক্র্যাম ও হিমালয়ানের ৬ ফারাক

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2022,
  • Updated 12:13 PM IST
  • 1/7

হালে স্ক্র্যাম ৪১১ (Scram 411) লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। খানিকটা হিমালয়ানের (Himalayan Adventure) মতো দেখতে স্ক্র্যাম। যমজ হলেও দুই বাইকে রয়েছে বিবিধ ফারাক। ঠিক কতটা আলাদা! 

  • 2/7

স্ক্র্যামের হ্যান্ডেল বার অনেকটা নীচে। সহজেই ধরতে পারেন রাইডার। সিটের উচ্চতা ৭৯৫ এমএম। ফলে আপনার উচ্চতা কম থাকলে স্ক্র্যাম কেনাই শ্রেয়। 
 

  • 3/7

হিমালয়ানের সামনের অংশ স্ট্যাটিক মাউন্টেড হেডল্যাম্পের জন্য আলাদা দেখতে লাগে। Royal Enfield Scram 411 বাইকে রয়েছে ডায়নামিক বার মাউন্টেড হেডল্য়াম্প। এছাড়া হিমালয়ানে ফুয়েল ট্যাঙ্কে রয়েছে সেফটি বার। পিছনে লাগেজ কেরিয়ার। যা স্ক্র্যামে নেই। 
 

  • 4/7

স্ক্র্যামে দেওয়া হয়েছে সিঙ্গল সিট। প্রতিদিনের যাতায়াতের জন্য যা আরামদায়ক। হিমালয়ানে রয়েছে স্প্লিট সিট। যা বাইককে দেয় স্পোর্টি লুক। অ্যাডভেঞ্চারে যাওয়ার আদর্শ সওয়ারি। 
 

  • 5/7

স্ক্র্যামে দেওয়া হয়েছে সিঙ্গল সিট। প্রতিদিনের যাতায়াতের জন্য যা আরামদায়ক। হিমালয়ানে রয়েছে স্প্লিট সিট। যা বাইককে দেয় স্পোর্টি লুক। অ্যাডভেঞ্চারে যাওয়ার আদর্শ সওয়ারি। 

  • 6/7

স্ক্র্যাম আর হিমালয়ানে রয়েছে ৪১১ সিসি-র সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ৫-স্পিড গিয়ারবক্স রয়েছে দুটি বাইকে। আর দুটি বাইকই ৩২এনএম পিক টর্ক জেনারেট করে। তবে গাড়ির টিউনিং আলাদা। মিটার কনসোলেও ফারাক রয়েছে।

  • 7/7

দামেও রয়েছে বড় ফারাক। Royal Enfield Scram 411-র দাম শুরু হচ্ছে ২.০৩ লক্ষ টাকা থেকে। যা ২.০৮ লক্ষ টাকা ছুঁয়ে ফেলে। অন্যদিকে, ২.১৪ লক্ষ টাকা থেকে শুরু Royal Enfield Himalayan-র দাম। ২.২২ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়।     
 

Advertisement
Advertisement