Advertisement

ইউটিলিটি

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে

সুদীপ দে
  • 07 Jan 2021,
  • Updated 12:09 PM IST
  • 1/6

দ্বিতীয় দফার নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি-র (NTPC) CBT পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

  • 2/6

দেশের বিভিন্ন শহরে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরুর ১০ দিন আগে সমস্ত ওয়েবসাইটে দেশের বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্রের স্থান ও তারিখ বিস্তারিত ভাবে দেখার জন্য একটি লিঙ্ক বুধবারই (৬ জানুয়ারি) যুক্ত করা হয়েছে।

  • 3/6

যে সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাঁরা পরীক্ষা কেন্দ্রের স্থান ও তারিখ সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের ট্রাভেলিং অথরিটি ডাউনলোড করার লিঙ্কও রয়েছে এখানে।

  • 4/6

পরীক্ষার ৪ দিন আগে, অর্থাৎ ১২ জানুয়ারি থেকে প্রার্থীরা পরীক্ষার ই-কল লেটার, অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। প্রায় ২৭ লক্ষ পরীক্ষার্থী এ বারের NTPC CBT পরীক্ষায় বসবেন।

  • 5/6

দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কোন প্রার্থীর কবে পরীক্ষা, তা-ও জানা যাবে এই ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে।

  • 6/6

ইতিমধ্যেই প্রার্থীদের নথিভূক্ত করা ইমেল আইডি ও মোবাইল নম্বরে দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীদের নাম এই পর্যায়ের পরীক্ষার্থীদের তালিকায় থাকবে না, তাঁরা পরের পর্যায়ে সুযোগ পাবেন।

Advertisement
Advertisement