Advertisement

ইউটিলিটি

SBI-এর এই সিদ্ধান্তে মিলবে বেশি রিটার্ন, লাভবান হবেন প্রবীণরা!

সুদীপ দে
  • 15 Dec 2020,
  • Updated 11:37 PM IST
  • 1/7

স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি করোনার কোপে বিশ্বব্যাপী অর্থনীতিও বিপর্যস্ত! সাধারণ মানুষের শুধু পকেটেই নয়, সঞ্চয়েও টান পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের প্রবীণ নাগরিকদের (গ্রাহক) জন্য খুশির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

  • 2/7

স্টেট ব্যাঙ্ক তার প্রবীণ গ্রাহকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম 'SBI Wecare'-এর মেয়াদ ৩১ মার্চ, ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

  • 3/7

স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি অবসর জীবনে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে নিয়মিত আয়ের সবচেয়ে বড় ভরসা। অনেকেই সুনিশ্চিত রিটার্নের জন্য স্টেট ব্যাঙ্কে (SBI) স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিটে) টাকা রাখেন। 

  • 4/7

স্টেট ব্যাঙ্কের (SBI) এই সিদ্ধা্ন্তের ফলে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় ৮০ বেসিস পয়েন্ট অতিরিক্ত রিটার্ন পাবেন। 

  • 5/7

এমনিতে সাধারণ গ্রাহকদের তুলনায় বিভিন্ন মেয়াদী স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিটে) SBI প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেয়। স্টেট ব্যাঙ্কের (SBI) এই সিদ্ধা্ন্তের ফলে ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা আরও ৩০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।

  • 6/7

বর্তমানে এমনিতে ৫ বছর থেকে ১০ বছর মেয়াদী আমানতে স্টেট ব্যাঙ্ক (SBI) তার সাধারণ গ্রাহকদের ৫.৪০ হারে সুদ দেয়। সে ক্ষেত্রে ব্যাঙ্ক তার প্রবীণ গ্রাহকদের ৬.২০ শতাংশ হারে সুদ দেয়।

  • 7/7

বিগত প্রায় দেড় বছরে স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিটে) সুদের হার সমানে কমে চলেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রবীণ নাগরিকদের (গ্রাহক) জন্য খুশির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Advertisement
Advertisement