Advertisement

ইউটিলিটি

SBI Mobile ATM: ইয়াসে বিপর্যস্ত বাংলা ও ওড়িশায় Mobile ATM service দিচ্ছে SBI!

Aajtak Bangla
  • 01 Jun 2021,
  • Updated 7:49 PM IST
  • 1/7

বিগত কয়েকদিন দেশে করোনা সংক্রমণের গ্রাফ সামান্য নিম্নমুখী রয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

  • 2/7

ব্যাঙ্কের শাখায় পরিষেবা মিললেও তা সীমিত সময়ের জন্যই পাচ্ছেন গ্রাহকরা। অনেক ক্ষেত্রে রাস্তায় গণপরিবহণের অভাবে নিজের ব্যাঙ্কের শাখায় পৌঁছাতে পারছেন না অনেকেই।

  • 3/7

এর উপর সুপার সাইক্লোন ইয়াসের (Yaas) তাণ্ডবে বিপর্যস্ত বাংলা ও ওড়িশার মানুষ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। টানা ঝড়-বৃষ্টিতে এখনও জলে ডুবে রয়েছে বাংলা ও ওড়িশার বহু গ্রাম।

  • 4/7

করোনা অতিমারী এবং সুপার সাইক্লোন ইয়াসের (Yaas) জোড়া ধাক্কায় বিপর্যস্ত বাংলা ও ওড়িশার মানুষের পাশে এসে দাঁড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক SBI।

  • 5/7

এই দুই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকায় বিপর্যস্ত মানুষের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা দিতে ভ্রাম্যমান ATM পরিষেবা চালু করা হয়েছে। সুপার সাইক্লোন ইয়াসের (Yaas) পূর্বাভাস পেয়েই এই পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগী হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

 

ছবি: স্টেট ব্যাঙ্কের (SBI) টুইটার অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

  • 6/7

এ প্রসঙ্গে স্টেট ব্যাঙ্কের (SBI) তরফে টুইট করে জানানো হয়েছে, বাংলা ও ওড়িশার বেশ কিছু এলাকায় সুপার সাইক্লোন ইয়াসের (Yaas) পূর্বাভাস অনুযায়ী ঝড়-বৃষ্টির আগেই পৌঁছে গিয়েছিল ব্যাঙ্কের ভ্রাম্যমান ATM ভ্যানগুলি।

 

ছবি: স্টেট ব্যাঙ্কের (SBI) টুইটার অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

  • 7/7

এই ভ্রাম্যমান ATM থেকে প্রায় সব রকমের লেনদেনের সুবিধাই পেয়েছেন বাংলা ও ওড়িশার ঝড়ে বিপর্যস্ত এলাকার মানুষজন। এই পরিষেবার মাধ্যমে সঙ্কটকালে উপকৃত হয়েছেন বহু মানুষ।

Advertisement
Advertisement