Advertisement

ইউটিলিটি

SBI Recruitment 2021: মোটা বেতনে ব্যাঙ্কে চাকরির সুযোগ! কর্মী নিয়োগ করছে SBI

Aajtak Bangla
  • 26 Aug 2021,
  • Updated 3:01 PM IST
  • 1/8

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আগ্রহী প্রার্থীদের আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।

  • 2/8

মোট ৬৮টি শূন্যপদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক (SBI)। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ৩৬টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) পদে ৪টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ১০টি, ডেপুটি ম্যানেজার (এগ্রিকালচার স্পেশ্যালিস্ট) পদে ১০টি, রিলেশনশিপ ম্যানেজার (ওএমপি) পদে ৬টি এবং প্রোডাক্ট ম্যানেজার (ওএমপি) পদে ২টি আসন রয়েছে।

  • 3/8

আবেদনকারীর যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।

  • 4/8

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য স্নাতকদের ক্ষেত্রে অন্তত ২ বছর এবং স্নাতকোত্তর প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 5/8

ডেপুটি ম্যানেজার (এগ্রিকালচার স্পেশ্যালিস্ট) পদের জন্য এমবিএ বা ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা এবং রুরাল ম্যানেজমেন্ট কিংবা এগ্রি বিজনেসে স্পেশালাইজেশনের ডিগ্রি থাকতে হবে।

  • 6/8

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই পদের জন্য কম্পিউটারে এমএস অফিসে কাজ জানতে হবে। যে কোনও ব্যাংক বা আর্থিক সংস্থায় সংশ্লিষ্ট দায়িত্বে এক্সিকিউটিভ বা সুপারভাইজার পদে কাজের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • 7/8

আবেদনকারীর বয়সসীমা: উল্লেখিত পদগুলিতে প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছর বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় পাবেন।

  • 8/8

উল্লেখিত শূন্যপদগুলির জন্য অনলাইনে আদেবন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২ সেপ্টেম্বর, ২০২১। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের তথ্যের জন্য https://www.sbi.co.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
Advertisement