Advertisement

ইউটিলিটি

Personal Loan লাগবে? বড়সড় ছাড় দিচ্ছে SBI! জানুন অফার

Aajtak Bangla
  • 17 Aug 2021,
  • Updated 4:03 PM IST
  • 1/6

করোনা মহামারির ফলে মানুষের আর্থিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমেছে। ফলে নানা সঙ্কটের মোকাবিলায় ঋণের প্রয়োজন বেড়েছে। কিন্তু ঋণ পেতে গিয়েও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

  • 2/6

দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) উৎসবের মরসুম শুরু হওয়ার সাথে সাথে তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি অফার ঘোষণা করেছে। সোমবার, ১৬ অগাস্ট ব্যাঙ্ক থেকে জারি করা বিবৃতি অনুসারে, গৃহঋণ, ব্যক্তিগত ঋণ এবং স্বর্ণ ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কোন রকম প্রসেসিং ফি নেওয়া হবে না। 

  • 3/6

ব্যক্তিগত ঋণে প্রসেসিং ফি ছাড় দেওয়ার পাশাপাশি আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে দেশের স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। ব্যক্তিগত ঋণে প্রসেসিং ফি ছাড়ের পাশাপাশি বাড়তি ০.৫০ শতাংশ ছাড় পাবেন তাঁরা।

  • 4/6

স্টেট ব্যাঙ্কের বিবৃতি অনুসারে, YONO অ্যাপের মাধ্যমে গাড়ি ঋণের জন্য আবেদনকারী গ্রাহকরা সুদের ক্ষেত্রে ০.২৫ শতাংশের বিশেষ ছাড় পাবেন। অন্যদিকে, YONO গ্রাহকদের বার্ষিক ৭.৫ শতাংশ প্রাথমিক হারে গাড়ির জন্য ঋণ দেওয়া হবে।

  • 5/6

গ্রাহকরা গাড়ির মোট মূল্যে (অন রোড প্রাইস) ৯০% পর্যন্ত ঋণ পাবেন। স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (রিটেল অ্যান্ড ডিজিটাল ব্যাঙ্কিং) সিএস শেঠি বলেন, “আমরা বিশ্বাস করি যে এই অফারগুলির মাধ্যমে গ্রাহকদের অনেকটাই সাশ্রয় হবে।

  • 6/6

ব্যক্তিগত ঋণে প্রসেসিং ফি ছাড় দেওয়ার পাশাপাশি আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে দেশের স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। ব্যক্তিগত ঋণে প্রসেসিং ফি ছাড়ের পাশাপাশি বাড়তি ০.৫০ শতাংশ ছাড় পাবেন তাঁরা।

Advertisement
Advertisement