Advertisement

ইউটিলিটি

SBI Xpress Credit: আবেদন জানান মিসড কলে, ২০ লক্ষ টাকা পর্যন্ত Instant Personal Loan দেবে SBI!

Aajtak Bangla
  • 26 May 2021,
  • Updated 4:43 PM IST
  • 1/9

মাত্র কয়েক মিনিটের অনলাইন ভেরিফিকেশনে মিলতে পারে ২০ লক্ষ টাকা পর্যন্ত Instant Personal Loan। আবদনের জন্য মাত্র একটা missed call বা SMS করলেই চলবে! অবিশ্বাস্য এই সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।

  • 2/9

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) Xpress Credit Personal Loan-এ গ্রাহকরা সামান্য কয়েকটা নথিপত্রের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন করিয়ে কয়েক মিনিটের মধ্যেই ২০ লক্ষ টাকা পর্যন্ত Personal Loan পেতে পারেন।

  • 3/9

স্টেট ব্যাংক (SBI) কর্তৃপক্ষের দাবি, এই Xpress Credit Personal Loan-এর ক্ষেত্রে সবেচেয়ে আকর্ষণীয় হল এর সুদের হার। বার্ষিক ৯.৬০ শতাংশ হারে কয়েক মিনিটের মধ্যেই গ্রাহকরা Personal Loan পেতে পারেন!

  • 4/9

কারা পাবেন Xpress Credit Personal Loan-এর সুবিধা? যাঁরা স্টেট ব্যাংকের (SBI) অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন পান বা যাঁদের স্টেট ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র তারাই এই Xpress Credit Personal Loan-এর সুবিধা পাবেন।

  • 5/9

স্টেট ব্যাংকের (SBI) Xpress Credit Personal Loan পাওয়ার ক্ষেত্রে আর কি কোনও শর্ত রয়েছে? ব্যাংকের (SBI) তরফে জানানো হয়েছে যে, যাঁদের আয় বা বেতন প্রতি মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি তাঁরা Xpress Credit Personal Loan-এর জন্য আবেদন করতে পারেন।

  • 6/9

যদি উল্লেখিত শর্ত অনুযায়ী, আপনি SBI Xpress Credit Personal Loan-এর নেওয়ার যোগ্য হন এবং কয়েক মিনিটের মধ্যেই স্বল্প সুদে Instant Personal Loan নিতে চান তাহলে এই 7208933142 নম্বরে missed call করুন। তার পর ব্যাঙ্কের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।

  • 7/9

শুধু missed call নয়, SBI Xpress Credit Personal Loan-এর জন্য SMS করেও আবেদন জানানো যেতে পারে। তার জন্য মোবাইল ফোনের রাইট মেসেজ অপশন থেকে PERSONAL লিখে এই নম্বরে 7208933145 পাঠিয়ে দিন। তার পর ব্যাঙ্কের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।

  • 8/9

SBI Xpress Credit Personal Loan-এর মাধ্যমে ন্যুনতম ২৫ হাজার টাকা এবং সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত Personal Loan পেতে পারেন। এই ঋণ পাওয়ার জন্য কোনও রকম সিকিউরিটি ডিপোজিট বা গ্যারেন্টারের প্রয়োজন নেই।

  • 9/9

সাধারণত, Instant Personal Loan-এর ক্ষেত্রে মোটা অঙ্কের প্রসেসিং ফি গুণতে হয়। তবে SBI Xpress Credit Personal Loan-এর ক্ষেত্রে কোনও রকম প্রসেসিং ফি দিতে হবে না ঋণগ্রহীতাকে।

Advertisement
Advertisement