Advertisement

ইউটিলিটি

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি

Aajtak Bangla
  • 11 Jul 2022,
  • Updated 1:43 PM IST
  • 1/10

আজ (সোমবার, ১৪ জুলাই, ২০২২) থেকে চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro Station)। আজ উদ্বোধন হয়ে গেলেই শিয়ালদহ থেকে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো রেল।

  • 2/10

শিয়ালদহ মেট্রো স্টেশনের একদিকে ফুলবাগান আর অন্যদিকে এসপ্ল্যানেড। যে কোনও মেট্রো স্টেশনের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করবেন শিয়ালদহ মেট্রো হয়েই। 

  • 3/10

বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতেই শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম বা আইল্যান্ড প্ল্যাটফর্ম। দু’পাশেই রয়েছে স্ক্রিনডোর। বিপুল ভীড়ের চাপ সামাল দিতে শিয়ালদহ মেট্রোয় থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম।

  • 4/10

হাজার হাজার যাত্রীর ভীড় সামাল দিতে শিয়ালদহ মেট্রো স্টেশনে রয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এস্কেলেটর আর মোট ২৭টি টিকিট কাউন্টার। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে একাধিক বিশেষ লিফটের ব্যবস্থা।

  • 5/10

লোকাল ট্রেন ধরে আসা বিপুল সংখ্যক যাত্রীরা যাতে সরাসরি মেট্রো স্টেশনে চলে আসতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে এখানে। লোকাল ট্রেনের টিকিটও কাটা যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন চত্বর থেকেই।

  • 6/10

এবার আসা যাক ভাড়ার প্রসঙ্গে। শিয়ালদহ থেকে মেট্রোয় চড়লেই ন্যূনতম ভাড়া ১০ টাকা। শিয়ালদহের দু’দিকের পরবর্তী স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হওয়ায় ন্যূনতম ভাড়া ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করা হয়েছে।

  • 7/10

শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার আর এসপ্ল্যানেডের দূরত্ব ২.৪৫ কিলোমিটার। মেট্রোর ভাড়ার পর্যায় ভিত্তিক তালিকা অনুযায়ী, প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৫ টাকা।

  • 8/10

এখানে দুই দিকের পরবর্তি স্টেশনের দূরত্বই ২ কিলোমিটারের বেশি। তাই শিয়ালদহ মেট্রোয় চড়লেই ভাড়া ১০ টাকা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ভাড়া ২০ টাকা।

  • 9/10

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro) আজ থেকে ব্যস্ত সময়ে ৩০ মিনিটের পরিবর্তে ১০ মিনিট পর পর মেট্রো মিলবে। অন্য সময়ে সারাদিনে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

  • 10/10

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট ১০০টি ট্রেন (আপ ও ডাউন মিলিয়ে) চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবারও মিলবে মেট্রো পরিবেষবা। তবে আপাতত পুরনো নিয়মেই রবিবার বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

Advertisement
Advertisement