Advertisement

ইউটিলিটি

যাকে খুশি DP দেখান, যাকে ইচ্ছে নয়, দেখাবেন না, Whatsapp-এ নয়া ফিচার

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Nov 2021,
  • Updated 2:47 PM IST
  • 1/6

হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার যুক্ত করতে থাকে। চলতি মাসের শুরুতেই হোয়াটসঅ্যাপ বেশ কিছু ফিচার অ্যাড করেছে। যা ব্যবহারকারীদের বেশি করে প্রাইভেসি দেবে।

  • 2/6

এর জন্য WhatsApp তার অ্যাপ-এ নতুন ফিচার My Contacts Except জারি করেছে। একটি রিপোর্ট অনুযায়ী এই ফিচার এখনও পর্যন্ত শুধু মাত্র WhatsApp এন্ড্রয়েড বিটা ব্য়াবহারকারীদের জন্য দিয়েছে। অন্য ব্যবহারকারীরাও দ্রুত এই ফিচার ব্যবহার করত পারবে।

  • 3/6

এটা নিয়ে WABetaInfo রিপোর্ট করেছে। রিপোর্ট অনুসারে অ্যাপ এর আপডেটেড ভার্সন 2.2146.5 এ এই ফিচার ডেস্কটপ ইউজার্সদের জন্যও দেওয়া হবে।

  • 4/6

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর জন্য এই ফিচার কন্ট্রোল করতে পারবেন ইউজাররা। লাস্ট সিন, স্টেটাস, প্রোফাইল ফটো এবং অ্যাবাউট ডেসক্রিপশন সংকেত রয়েছে। WhatsApp এ কে দেখতে পাবেন তার লাস্ট সিন, প্রাইভেসি সেটিং আপডেট করবে।

  • 5/6

WhatsApp -এ এখন Everyone, My Contacts এবং Nobody এর অপশন দেওয়া হয়েছে। এই ফিচার্স এ ইউজার্স থেকে ইউজার্স সিলেক্ট করতে পারা যায়। 

  • 6/6

এর মধ্যে যে কন্ট্যাক্টগুলিকে ইউজার সিলেক্ট করবে, তারা ইউজারের ওই সমস্ত তথ্য জানতে বা দেখতে পারবেন না। এতে ইউজার্রসরা প্রাইভেসি নিয়ে নতুন কন্ট্রোল পাবেন।

Advertisement
Advertisement