Advertisement

ইউটিলিটি

রান্নার গ্যাসে সব সিলিন্ডারে ভর্তুকি পাচ্ছেন তো? জানুন দেখে নেওয়ার সহজ উপায়

Aajtak Bangla
  • 08 Mar 2021,
  • Updated 6:57 PM IST
  • 1/7

কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়৷ কিন্তু দেখা গিয়েছে, রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে৷

  • 2/7

এমন অনেকেই রয়েছেন যাঁরা বুঝতেই পারছেন না তাঁরা ভর্তুকি আদৌ পাচ্ছেন কি না! তবে রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷

  • 3/7

একটি সহজ উপায় রয়েছে যার সাহায্যে মুহূর্তেই জানা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে LPG সিলিন্ডারের ভর্তুকির টাকা ঠিকঠাক ঢুকেছে কিনা!

  • 4/7

এর জন্য প্রথমে স্মার্টফোন থেকে www.mylpg.in ওয়েবসাইটে লগইন করতে হবে৷ এরপর LPG সংস্থাগুলির মধ্যে আপনাকে পরিষেবা প্রদানকারী প্রোভাইডারের নাম বেছে নিন৷

  • 5/7

নিজের LPG ID দিয়ে, নথিভুক্ত মোবাইল নম্বর ও বছর বেছে নিতে হবে৷ এ বার আপনার LPG সিলিন্ডারের ভর্তুকি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানতে পারবেন৷

  • 6/7

এই পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টে কোন মাসে কত টাকা ভর্তুকি বাবদ দেওয়া জমা পড়েছে, তা দেখে নেওয়া যাবে৷ যদি দেখেন কোনও মাসে ভর্তুকি পাননি, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পাশের ফিডব্যাক বটনে ক্লিক করে অভিযোগ জানানো যাবে৷

  • 7/7

উল্লেখিত পদ্ধতি ছাড়াও LPG সিলিন্ডারের ভর্তুকির টাকা ব্যাঙ্কে সময় মতো জমা না পড়লে টোল ফ্রি নম্বর 18002333555-এ ফোন করেও অভিযোগ জানানো যাবে৷

Advertisement
Advertisement