Advertisement

ইউটিলিটি

Mobile Phone Hacking: আপনার ফোন হ্যাক হয়ে গিয়েছে? এই আলো জ্বললেই বুঝে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Dec 2025,
  • Updated 4:40 PM IST
  • 1/7

আজকের দিনে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যাঙ্কিং তথ্য, অফিসের নথি, সবই বন্দি থাকে এই ছোট্ট যন্ত্রে। কিন্তু হঠাৎ করে ফোনের স্ক্রিনে যদি অকারণে হলুদ বা সবুজ আলো জ্বলে ওঠে, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ, বিশেষজ্ঞদের মতে, এটি ফোন হ্যাক হওয়ার ইঙ্গিতও হতে পারে।

  • 2/7

আধুনিক স্মার্টফোনে ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ কিছু ইন্ডিকেটর লাইট রাখা হয়েছে। ফোনে মাইক্রোফোন বা ক্যামেরা চালু হলেই ডিসপ্লের উপরের অংশে ছোট একটি রঙিন ডট দেখা যায়। সাধারণত ফোন কল, অডিও রেকর্ডিং বা ভিডিও কলের সময় এই আলো জ্বলে ওঠা স্বাভাবিক।

  • 3/7

কিন্তু যদি কোনও কল বা রেকর্ডিং না চলার পরেও ফোনের স্ক্রিনে হলুদ বা কমলা রঙের ডট দেখা যায়, তাহলে ধরে নেওয়া যেতে পারে ফোনের মাইক্রোফোন গোপনে চালু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এমন ক্ষেত্রে ফোনে কোনও সন্দেহজনক অ্যাপ বা ম্যালওয়্যার কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

  • 4/7

একইভাবে, ফোনের ক্যামেরা চালু হলে স্ক্রিনের উপর সবুজ রঙের ডট দেখা যায়। আপনি ক্যামেরা ব্যবহার করছেন না, অথচ এই সবুজ আলো জ্বলছে, এমন পরিস্থিতি হলে তা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত। কারণ, এতে বোঝা যায় কেউ গোপনে ফোনের ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছে।

  • 5/7

বিশেষ করে আইফোনে এই নিরাপত্তা ইন্ডিকেটর খুব স্পষ্টভাবে দেখা যায়। অ্যান্ড্রয়েড ফোনেও বিভিন্ন ব্র্যান্ডে আলাদা আলাদা সাইন বা রঙের ডট থাকে। এই আলো আসলে ব্যবহারকারীকে সতর্ক করার জন্যই দেওয়া হয়েছে, যাতে কোনও অননুমোদিত অ্যাক্সেস হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে।

  • 6/7

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক সময় অজান্তেই ব্যবহারকারীরা ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করে ফেলেন। এই অ্যাপগুলি একবার ফোনে ঢুকে পড়লে, দূর থেকে ফোনের মাইক বা ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এর ফলে ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে ব্যাঙ্কের তথ্য পর্যন্ত ফাঁস হওয়ার আশঙ্কা থাকে।

 

  • 7/7

তাই ফোনে অকারণে এই ধরনের আলো জ্বললে সঙ্গে সঙ্গে সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করা, ফোনের পারমিশন সেটিংস খতিয়ে দেখা এবং প্রয়োজনে ফোন স্ক্যান বা রিসেট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামান্য সতর্কতাই আপনার ব্যক্তিগত তথ্যকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement