South Eastern Railways: হাওড়ার জায়গায় শালিমার (Shalimar) স্টেশন থেকে চলবে ৮টি স্পেশাল ট্রেন। হাওড়া (Howrah) স্টেশনের চাপ কমানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা।
যাত্রীদের আরও সুবিধার জন্য এই ট্রেন চালানো হচ্ছে।
দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর তরফ থেকে আটটি স্পেশাল ট্রেন হাওড়া (Howrah) স্টেশনের বদলে চলবে শালিমার (Shalimar) স্টেশন থেকে।
এমনই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)-এর আধিকারিকরা। তার মধ্যে কিছু ট্রেন রয়েছে এই বছরে।
আর কিছু ট্রেনের যাত্রা আগামী বছরে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই ব্যবস্থা।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০২১০২ (02102) হাওড়া-এলটিটি স্পেশাল সামনে মাসে মানে ৪ নভেম্বর থেকে হাওড়া (Howrah) স্টেশনের জায়গা শালিমার (Shalimar) থেকে ছাড়বে। এবং ০২১০১ (02101) এলটিটি হাওড়া স্পেশাল ২ নভেম্বর এলটিটি থেকে শালিমার (Shalimar) পর্যন্ত যাত্রা শেষ করবে।
আরও জানা গিয়েছে, ০৯২০৬ (09206) হাওড়া-পোরবন্দর স্পেশাল আগামী বছর ১৫ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার (Shalimar) থেকে চলবে এবং ০৯২০৫(09205) রিটার্ন-পোরবন্দর হাওড়া স্পেশাল ১৩ জানুয়ারি পোরবন্দর থেকে শালিমারে যাত্রা শেষ করবে।
এদিকে, ০২৯০৬ (02906) হাওড়া-ওখা স্পেশাল ১৮ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে চলবে। এবং ০২৯০৫ (02905) ওখা-হাওড়া স্পেশাল ১৬ জানুয়ারি ওখা থেকে শালিমার পর্যন্ত যাত্রা করবে।
০৮০৪৭ (08047) হাওড়া-ভাস্কো ডা গামা স্পেশাল হাওড়া (Howrah)-র পরিবর্তে ১ জানুয়ারি শালিমার থেকে চলবে। এবং ০৮০৪৮ (08048) ভাস্কো ডা গামা-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি থেকে খুলে শালিমার পর্যন্ত আসবে।
০৮৬৪৫ (08645) হাওড়া-হায়দ্রাবাদ স্পেশাল ২ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে। এবং ০৮৬৪৬ (08646) হায়দ্রাবাদ-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি শালিমারে এসে যাত্রা শেষ করবে।
এর পরেরটি হল ০২৫৪৩ (02543) হাওড়া-চেন্নাই স্পেশাল। সেটা ১৪ জানুয়ারি ছাড়বে। এটিও হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে। ০২৫৪৪ (02544) চেন্নাই- হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি চেন্নাই থেকে শালিমার আসবে।
০২০৮৭ (02087) হাওড়া-পুরী স্পেশাল ১৪ জানুয়ারি হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাবে। এবং ও ০২০৮৮ (02088) পুরী-হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি শালিমার পর্যন্ত আসবে।
০৮৪০৯ (08409) হাওড়া-পুরী স্পেশাল ১৫ জানুয়ারি হাওড়া থেকে না ছেড়ে শালিমার থেকে যাত্রা শুরু করবে। এবং ০৮৪১০(08410) পুরী-হাওড়া স্পেশাল ১৪ জানুয়ারি 2022 পুরী থেকে ছেড়ে শালিমার পর্যন্ত যাত্রা করবে।
মনে করা হচ্ছে, এর ফলে আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।
হাওড়ায় সব সময় ভিড় লেগেই রয়েছে। তার পরিবর্তে অন্য কোনও স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া গেলে তা সময়ে ছাড়তে পারবে, নির্দিষ্ট সময়ের মধ্য়ে গন্তব্যে পৌঁছতে পারবে। উপকার পাবেন যাত্রীরা।