Advertisement

ইউটিলিটি

Post Office Franchise: স্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে Post Office; বিনিয়োগ মাত্র ৫,০০০ টাকা!

Aajtak Bangla
  • 13 Jul 2021,
  • Updated 3:10 PM IST
  • 1/8

সামান্য বিনিয়োগে স্বনির্ভর হওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে Post Office! মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা হয়ে যাবে। কারণ, এ বার Post Office-এর ফ্রেঞ্চাইসি দেওয়ার ব্যবস্থা করেছে India Post।

  • 2/8

বর্তমানে ভারতে India Post-এর নেটওয়ার্কের আওতায় প্রায় ১ লাখ ৫৫ হাজার Post Office রয়েছে। কিন্তু India Post চাইছে আরও Post Office খুলতে। আর সেই জন্যে ফ্রেঞ্চাইসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

  • 3/8

সরল কয়েকটি পদক্ষেপে Post Office-এর ফ্রেঞ্চাইসি পাওয়া যেতে পারে। এই Post Office-এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যে দু’টি আলাদা বিভাগ রয়েছে, এর একটি হল পোস্টাল এজেন্ট অন্যটি আউটলেট। এই দু’টির মধ্যে যে কোনও একটির জন্যে আবেদন করা যেতে পারে।

  • 4/8

India Post-এর মাধ্যমে যে কাজগুলি করা হয়, সেগুলি এই আউটলেটের মাধ্যমেই করা হয়ে থাকে। কিন্তু তথ্য বা পণ্যের ডেলাভারি করা হয় সেবা বিভাগের মাধ্যমে। বিভিন্ন জায়গাতে এই পরিষেবা পাওয়া যায়।

  • 5/8

ফ্র্যাঞ্চাইজি নিয়ে Post Office খোলার জন্য অন্তত ২০০ স্কোয়ার ফুটের জায়গা থাকতে হবে অফিসের জন্য। এই Post Office খোলার জন্য ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ ফ্র্যাঞ্চাইসির জন্যে আবেদন করতে পারেন।

  • 6/8

Post Office খোলার জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আবেদনকারীকে অন্তত অষ্ঠম শ্রেণি পাশ হতে হবে। তবে যে পরিবারে কোনও সদস্য Post Office-এ কাজ করেন, তাঁরা Post Office খোলার জন্য ফ্র্যাঞ্চাইজির আবেদন করতে পারবেন না।

  • 7/8

এই Post Office-এর ফ্রেঞ্চাইজি আউটলেটের জন্য বিনিয়োগের পরিমাণ সামান্যই, নূন্যতম ৫,০০০ টাকা (সিকিউরিটি ডিপোজিট)। তবে পোস্টাল এজেন্ট হতে চাইলে, সে ক্ষেত্রে বিনিয়োগের অঙ্ক অনেকটাই বেশি।

  • 8/8

এই Post Office-এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যে আবেদন করতে হবে India Post-এর অফিসিয়াল লিঙ্কে গিয়ে (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf)।

Advertisement
Advertisement