ইংল্যান্ডে ভিসা ও বৃত্তির সংক্রান্ত যাবতীয় তথ্য, পরামর্শ পড়ুয়াদের কাছে সহজে পৌঁছে দিতে ‘ভার্চুয়াল ফেয়ার’-এর আয়োজন করল ব্রিটিশ কাউন্সিল।
ব্রিটিশ কাউন্সিল এবং ইউকে ভিসাজ এন্ড ইমিগ্রেশন আয়োজিত অনুষ্ঠানেও এ বার পড়ুয়ারা ঘরে বসেই অংশ নিতে পারবেন।
আগামী ৫ ডিসেম্বর, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনে এই ‘ভার্চুয়াল ফেয়ার’ অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ কাউন্সিল এবং ইউকে ভিসাজ এন্ড ইমিগ্রেশন আয়োজিত এই ‘ভার্চুয়াল ফেয়ার’-এ উপস্থিত থাকবেন ইংল্যান্ডের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
এই ‘ভার্চুয়াল ফেয়ার’ থেকে পড়ুয়ারা ইংল্যান্ডের ওই বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম, বৃত্তি, ভিসা ইত্যাদি নানা বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে: https://in.registration.study-uk.britishcouncil.org/study-uk-dec-virtual-fair-2020।