Advertisement

ইউটিলিটি

Summer Vacation: এবছর স্কুলে কমলো গরমের ছুটি, কতদিন-কবে শুরু?

সুদীপ দে
  • 26 Apr 2022,
  • Updated 12:45 PM IST
  • 1/8

রাজ্যের পড়ুয়াদের গরমের তাপপ্রবাহ থেকে বাঁচাতে স্কুলের সময় এগিয়ে আনার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

  • 2/8

পড়ুয়ারা যাতে সুস্থ শরীরে স্কুলের পঠনপাঠন স্বাভাবিক ভাবে চালিয়ে যেতে পারে, তার জন্য রাজ্যের সব স্তরেই ‘মর্নিং স্কুল’ চালু করতে বলা হয়েছে।

  • 3/8

কিন্তু প্রচণ্ড গরমে সাত সকালে স্কুল চালু করার থেকেও কবে গরমের ছুটি পড়বে, তা নিয়েই মাথা ব্যথা পড়ুয়া থেকে অভিভাবকদের। কারণ, হাঁসফাঁস গরমে স্কুলে যাতায়াত করতে গিয়ে এখনই অসুস্থ হয়ে পড়ছে অনেক পড়ুয়া।

  • 4/8

প্রচণ্ড গরমের সঙ্গে দোসর ঘন ঘন লোড শেডিং, এ ক্লাস করতে গিয়ে গলদঘর্ম অবস্থা! তাই গরমের ছুটি কবে পড়ছে, কতদিন চলবে— এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরছে।

  • 5/8

সরকারি স্কুলে এ বছর ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা। আগামী ৪ জুন পর্যন্ত চলবে গরমের ছুটি। অর্থাৎ এ বছর মাত্র ১১ দিন গরমের ছুটির জন্য ধার্য করা হয়েছে।

  • 6/8

কিন্তু দিনে দিনে গরম যে হারে বাড়ছে, তাতে ২৪ মে পর্যন্ত কি গরমের ছুটির জন্য অপেক্ষা করা যাবে? শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়াদের অভিভাবক— সকলেরই এই এক প্রশ্ন।

  • 7/8

এর আগে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হয়েছিল। মাঝের ২ বছর করোনার জন্য স্কুলের পঠনপাঠন বন্ধই ছিল। এ বছরও তাই বিভিন্ন মহলে গরমের ছুটি এগিয়ে আনার পক্ষেই সওয়াল করা হয়েছে।

  • 8/8

তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ২৮ এপ্রিল থেকে পুরোদমে ক্লাস চালু হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে গরমের ছুটি কতটা এগিয়ে আনা যাবে, তা এখন শিক্ষা দফতর বিবেচনা করে দেখবে।

Advertisement
Advertisement