Advertisement

ইউটিলিটি

Super Cyclone Yaas: আমফানের চেয়ে ইয়াসের শক্তি অনেক কম, তবু আতঙ্ক বাড়াচ্ছে এই কারণগুলি!

সুদীপ দে
  • কলকাতা,
  • 25 May 2021,
  • Updated 2:26 PM IST
  • 1/10

সময় যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। মঙ্গলবার দুপুরে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে ইয়াস। সম্ভবত বুধবার সকালেই এই আছড়ে পড়বে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে বালেশ্বর উপকূলের কাছে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে চলেছে ইয়াস।

  • 2/10

IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪২০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।

  • 3/10

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে বালেশ্বরের কাছাকাছি এলাকা দিয়ে যাওয়ার কথা সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas)। বুধবার ভোরে এটি আছড়ে পড়তে পারে উপকূলীয় স্থলভাগে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

  • 4/10

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ মে দুপুরে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas) পারাদ্বীপ ও সাগরদ্বীপ পেরোবে। ততক্ষণে এটি অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আজ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

  • 5/10

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) চেয়ে ইয়াসের (Super Cyclone Yaas) সর্বোচ্চ গতিবেগ প্রায় ১০০ কিলোমিটার কম। কিন্তু সর্বোচ্চ গতিবেগের নিরিখে বিচার করলে এর আসল ভয়াবহতা সম্পর্কে আন্দাজ পাওয়া যাবে না।

  • 6/10

আবহাওয়াবিদদের মতে, বেশ কয়েকটি কারণে ইয়াসের (Super Cyclone Yaas) ধ্বংসলীলা ছাপিয়ে যেতে পারে সুপার সাইক্লোন আমফানকেও (Super Cyclone Amphan)! চলুন সেই কারণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...

  • 7/10

আবহাওয়াবিদ সুজীব কর জানান, সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) প্রভাবে কোনও এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির দাপট চলেছিল ঘণ্টা দুয়েক। কিন্তু ইয়াস (Super Cyclone Yaas) একেকটি এলাকায় প্রায় ৮-৯ ঘণ্টা ধরে দাপট দেখাবে।

  • 8/10

ইয়াসের (Super Cyclone Yaas) প্রভাবে দীর্ঘ ৮-৯ ঘণ্টা ধরে প্রবল ঝড়-বৃষ্টি চললে ভেঙে পড়বে এলাকার অধিকাংশ গাছপালা, ভেঙে পড়বে নিকাশি ব্যবস্থাও। এই সমস্যার আশঙ্কা সবচেয়ে বেশি কলকাতায়। জমা জলের যন্ত্রণা শহরবাসীকে ভোগাতে পারে টানা ৩-৪ দিন!

  • 9/10

ইয়াসের (Super Cyclone Yaas) জেরে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রায় ৪ মিটার পর্যন্ত বাড়তে পারে। এর সঙ্গেই পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে জোয়ার। জোয়ার চলাকালীন সমুদ্রের জলের উচ্চতা সর্বাধিক সাড়ে ৫ মিটার উঠতে পারে। এই ভয়ানক জলোচ্ছ্বাসের প্রভাবে ব্যাপক ভাবে প্লাবিত হতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িষার বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল।

  • 10/10

এ দিকে ইয়াসের (Super Cyclone Yaas) শক্তিবৃদ্ধির সময় শুধু পূর্ণিমার প্রভাবের পাশাপাশি বুধবার দুপুর ৩টো ১৫ মিনিটে শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। এর প্রভাবও পড়তে চলেছে ইয়াসের উপর। ফলে পূর্ণিমা আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জোড়া প্রভাবে দুর্যোগ বৃদ্ধির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Advertisement