Advertisement

ইউটিলিটি

করোনার টিকা নিলেই মিলবে টাকা! চালকদের বিশেষ cash incentive দিচ্ছে Uber

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2021,
  • Updated 2:22 PM IST
  • 1/9

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক! প্রতিদিন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে টিকাকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সকলের জন্যই!

  • 2/9

দেশজুড়ে করোনার টিকাকরণ চলছে জানুয়ারি থেকেই। মে মাস থেকে শুরু হয়েছে পয়তাল্লিশের কম বয়সীদের গণটিকাকরণ। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিল অ্যাপ ক্যাব সংস্থা Uber।

  • 3/9

Uber-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী ছয় মাসের মধ্যে সংস্থার সঙ্গে যুক্ত ভারতের লক্ষাধিক ক্যাব চালকের করোনার টিকাকরণ সেরে ফেলা হবে। এর জন্য টিকার ডোজ পিছু টাকাও দেবে সংস্থা।

  • 4/9

দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর, যোধপুর, জয়পুর, দেরাদুন-সহ দেশের একাধিক শহরের ১,৫০,০০০ চালককে এই বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে Uber।

  • 5/9

Uber-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের একাধিক শহরের ১,৫০,০০০ চালককে করোনা টিকার ডোজ প্রতি ৪০০ টাকা করে দেবে সংস্থা। এই টাকা পাওয়ার জন্য Uber চালকদের টিকা নেওয়ার শংসাপত্র দেখাতে হবে।

  • 6/9

Uber-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত চালক ৩০ এপ্রিলের আগেই করোনার টিকা নিয়েছেন, তাঁরাও শংসাপত্র দেখালে এই টাকা পেয়ে যাবেন।

  • 7/9

এর আগেই বিনামূল্যেই দেশের মানুষকে তাঁর নিকটবর্তী টিকাগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়ার বিশেষ পরিষেবা চালু করেছে Uber। এই উদ্যোগে Uber তার যাত্রীসাধারণকে যাতায়াত বাবদ মোট ৩০০ টাকার ছাড় দিচ্ছে!

  • 8/9

এর জন্য ১ কোটি টাকা বরাদ্দ করেছে Uber। টিকাগ্রহণ কেন্দ্রে যাওয়ার সময় যা ভাড়া হবে তার থেকে সরাসরি ১৫০ টাকা ছাড় পাবেন যাত্রীরা। একই ভাবে টিকাগ্রহণ কেন্দ্র থেকে ফেরার সময়ও মোট ভাড়া থেকে ১৫০ টাকা ছাড় দেবে Uber।

  • 9/9

করোনা টিকাকরণের একটি বিশেষ প্রোমো কোড কলকাতার সমস্ত Uber ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। যাত্রীরা স্থানীয় সরকারি বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র নির্বাচিত করলেই 10M21V কোড ব্যবহার করে ক্যাব বুকিং করা যাবে।

Advertisement
Advertisement