ব্যাংকিং পরিষেবা থেকে মোবাইল সিম কার্ড কেনা, দেশে আধার এখন এক অতি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি পরিষেবাতেই আধার নম্বরের প্রয়োজন পড়ে। ফলে আধারকে ঘিরে নিরাপত্তার প্রশ্ন বারবার সামনে আসে।
ডিজিটাল সময়ে সাইবার প্রতারণার নানা রূপ বাড়ছে। বিশেষ করে ভুয়ো বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। অতএব আধারধারীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুনভাবে উদ্যোগ নিল কর্তৃপক্ষ।
ইউআইডিএআই এ বার চালু করল আধারের নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। ডাউনলোড করলেই অ্যাপের হোম পেজ থেকেই মিলবে আধারের বিভিন্ন নিরাপত্তা অপশন।
সবচেয়ে গুরুত্ব পেয়েছে বায়োমেট্রিক তথ্য লক ও আনলক করার সুবিধা। ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চোখের স্ক্যান কোনও পরিষেবায় প্রয়োজন না হলে সহজেই তা লক করে রাখা যাবে। এতে প্রতারণার আশঙ্কা অনেক কমে যাবে বলে মত বিশেষজ্ঞদের।
অ্যাপটি ব্যবহারের পদ্ধতিও সহজ। যে কোনও সময় বায়োমেট্রিক লক-আনলক করা যায়, এবং কোনও কাগজপত্রের দরকার হয় না। ফলে এটি একেবারেই ঝামেলাবিহীন ও কাগজবিহীন পদ্ধতি, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
অ্যাপে আধার কার্ডও দেখানো যাবে। সেখানে জন্মতারিখ বা আধার নম্বর দেখানো বা গোপন রাখা, দুটোই করা সম্ভব। এতে ব্যবহারকারীরা চাইলে ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ রাখতে পারবেন, বিশেষ করে যেখানে যাচাই করানো প্রয়োজন হলেও সব তথ্য দেখানোর প্রয়োজন নেই।
উল্লেখ্য, আধার নম্বর হল ইউআইডিএআই কর্তৃক জারি করা ১২ অঙ্কের অনন্য পরিচয়সংখ্যা। দেশের বহু গুরুত্বপূর্ণ পরিষেবা গ্রহণে এটি আবশ্যক। তাই আধারের নিরাপত্তা বাড়াতে এই নতুন অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।