Advertisement

ইউটিলিটি

ডেবিট কার্ড সঙ্গে নেই? UPI অ্যাপের সাহায্যেও এখন ATM থেকে টাকা তোলা যাবে!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2021,
  • Updated 8:04 PM IST
  • 1/9

ATM থেকে টাকা তোলার জন্য আপনার আর ডেবিট কার্ডের দরকার পড়বে না! অবিশ্বাস্য মনে হলেও এমনই সুবিধা চালু হচ্ছে দেশে!

  • 2/9

SBI-এর পর City Union Bank এই বিশেষ সুবিধাযুক্ত ATM ইনস্টল করতে চলেছে। এর জন্য City Union Bank হাত মিলিয়েছে NCR Corporation-এর সঙ্গে।

  • 3/9

এর জন্য ATM-এর নির্মাতা NCR Corporation UPI প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম আন্তঃক্রিয়াযোগ্য Card less টাকা তোলার পরিকল্পনা করেছে।

  • 4/9

এই নতুন ব্যবস্থায় UPI অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ATM থেকে সহজেই টাকা তোলা যেতে পারে।

  • 5/9

City Union Bank এই বিশেষ সুবিধা সহ ATM ইনস্টল করতে NCR Corporation-এর সাথে হাত মিলিয়েছে। ব্যাংকটি এখন পর্যন্ত এই সুবিধা সহ ১৫০০টিরও বেশি ATM আপগ্রেড করেছে।

  • 6/9

এই নতুন ব্যবস্থায় UPI অ্যাপের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে প্রথমে আপনার স্মার্টফোনে যে কোনও UPI অ্যাপ্লিকেশন (BHIM, Paytm, GPay, Phonepe, Amazon) খুলতে হবে।

  • 7/9

এবার ATM স্ক্রিনে QR Code স্ক্যান করে আপনি কত টাকা তুলবেন তা ফোনের UPI অ্যাপ্লিকেশনে টাইপ করুন। নগদের অঙ্ক লিখে প্রসেস বাটন ক্লিক করতে হবে।

  • 8/9

এবার আপনার ৪ বা ৬ সংখ্যার UPI পিন নম্বর টাইপ করতে হবে। তারপর কনফার্ম করলেই ATM থেকে টাকা পেয়ে যাবেন।

  • 9/9

নতুন এই ব্যবস্থায় UPI অ্যাপের মাধ্যমে ATM থেকে সর্বাধিক ৫ হাজার টাকা তুলতে পারবেন City Union Bank-এর গ্রাহক।

Advertisement
Advertisement