Advertisement

ইউটিলিটি

উচ্চমাধ্যমিক পাশ? ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনাতে রয়েছে যোগদানের সুযোগ!

সুদীপ দে
  • 28 Dec 2020,
  • Updated 12:02 PM IST
  • 1/6

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) NDA 1 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন পর্ব, ১৯ জানুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • 2/6

যে সকল প্রার্থীরা এ বারের UPSC NDA 1 2021 পরীক্ষায় অংশ নিতে চান, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in ক্লিক করে আবেদন করতে পারবেন।

  • 3/6

মোট শূন্যপদের সংখ্যা ৪১৮টি, এর মধ্যে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-তে সেনাবাহিনীর জন্য ২০৮, নৌবাহিনীর জন্য ৪২, বায়ুসেনাতে ১২০ এবং নেভাল অ্যাকাডেমির (Naval Academy) জন্য ৪৮ জনকে নেওয়া হবে।

  • 4/6

সেনাবাহিনীর জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। নৌবাহিনী ও বায়ুসেনার জন্য আবেদনকারীকে পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে।

  • 5/6

আবেদনকারীর জন্ম ২ জুলাই, ২০০১-এর পর এবং ১ জুলাই ২০০৪-এর আগে হওয়া চাই। আবেদনকারীর উচ্চতা অন্তত ১৫৭ সেন্টিমিটার হওয়া চাই। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-তে বেতন শুরু ৫৬,১০০ টাকা থেকে।

  • 6/6

অনলাইনে আবেদনের ফি বাবদ আবেদনকারীকে ১০০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, UPSC NDA 1 2021 পরীক্ষা ১৮ এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হবে। সবিস্তারে জানতে upsconline.nic.in-এ ক্লিক করুন।

Advertisement
Advertisement