Advertisement

ইউটিলিটি

Yaas Disaster Management: দিঘা-বালেশ্বরে তাণ্ডব চালাচ্ছে Yaas! কলকাতায় আঁটসাঁট সুরক্ষা ব্যবস্থা

Aajtak Bangla
  • 26 May 2021,
  • Updated 12:30 PM IST
  • 1/9

মঙ্গলবার সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সকাল ৯টায় শুরু হয়ে গিয়েছে ইয়াসের ল্যান্ডফল।

  • 2/9

তাণ্ডব চলছে দিঘায়। ওড়িশা বালেশ্বর সহ উপকূল এলাকায় সমুদ্রের জল সব ভাসিয়ে দিচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে।

  • 3/9

গত ২৪ ঘণ্টা ধরে ডিউটি করছেন বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, পিডব্লুউডি, বিদ্যুৎ, সেচ, কৃষি দফতরের প্রায় ৭৪ হাজার কর্মী।

  • 4/9

ঝড়ের আতঙ্কে আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থার ঘেরাটোপে কলকাতার পথঘাট জনশূন্য। শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হচ্ছে।

  • 5/9

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ২০ হাজার বাড়ির ক্ষতি হয়েছে। ১৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বুধবার নবান্নে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • 6/9

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বিভিন্ন জেলায় জল জমে গিয়েছে, জমা জলের স্তর বাড়তে শুরু করেছে। তবে জল সরবরাহ ঠিক রয়েছে কলকাতায়। সারাক্ষণ মনিটরিং চলছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • 7/9

মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা ও নদী সংলগ্ন এলাকায়। বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে বড় গাছ। সেগুলি পরিষ্কার করতে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে কলকাতা পুর নিগমের টিম।

  • 8/9

কলকাতার পূর্ব অংশে, মধ্য কলকাতায় এবং পূর্ব মেদিনীপুরের জন্য রয়েছে ৩ কলাম সেনা। কলকাতার দক্ষিণে, বেহালা এবং হুগলি জেলার জন্য এক কলম করে সেনা মোতায়েন রয়েছে।

  • 9/9

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে কলকাতার ৯টি ফ্লাইওভার বন্ধ করে দিল কলকাতা পুলিশ। এগুলি হল, গার্ডেনরিচ, তারাতলা, পার্কস্ট্রিট, উল্টোডাঙা, চিংড়িঘাটা, গড়িয়াহাট, এজেসি বোস রোড, মা ফ্লাইওভার ও লকগেট ফ্লাইওভার।

Advertisement
Advertisement