Advertisement

ইউটিলিটি

WBPSC Recruitment 2021: রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরে নিয়োগ চলছে; বেতন ৪৭,৪০০ টাকা পর্যন্ত!

সুদীপ দে
  • কলকাতা,
  • 21 Mar 2021,
  • Updated 1:17 PM IST
  • 1/8

পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদে নিয়ো করা হচ্ছে।

  • 2/8

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বাংলা ভাষায় লেখা, পড়া আর কথা বলায় পারদর্শী হওয়া অন্যতম আবশ্যিক শর্ত। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্ত বাধ্যতামূলক নয়।

  • 3/8

আপাতত চুক্তি ভিত্তিতে রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) নিয়োগ করা হচ্ছে। তবে ভবিষ্যতে কাজের নিরিখে কর্মীদের স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 4/8

উল্লেখিত পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির যে কোনও শাখায় প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর বা B+ গ্রেড অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম মানের শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি।

  • 5/8

শিক্ষাগত ডিগ্রি থাকার পাশাপাশি প্রার্থীদের শিক্ষকতা অথবা গবেষণা অথবা প্রশাসন বা শিল্পে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর মধ্যে কোনও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল কলেজে বা পলিটেকনিকে লেকচারার পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। এছাড়া প্রার্থীদের ম্যানেজমেন্ট সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা ও পাশাপাশি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 6/8

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী, বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।

  • 7/8

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদের বেতনক্রম ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা (পে ব্যান্ড 4A)। এর সঙ্গে গ্রেড পে বাবদ প্রতি মাসে মিলবে ৫,৪০০ টাকা।

  • 8/8

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদে মোট শূন্য আসন সংখ্যা ২টি। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে হবে https:// wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল, ২০২১।

Advertisement
Advertisement