স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। ২১ ডিসেম্বর, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত সাঁওতালি মাধ্যমের জুনিয়র হাই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে শিক্ষক নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট টিচার পদে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগে পার্বত্য অঞ্চলের অন্তর্গত সাঁওতালি মাধ্যম স্কুলগুলি অন্তর্ভুক্ত নয়।
২০১৯-এর মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত সাঁওতালি মাধ্যমের স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র চেয়েছিল WBSSC।
কিন্তু পর্যাপ্ত আবেদনপত্র জমা না পড়ায় এবং নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধি জারি করার ফলে ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। যাঁরা সে সময় ফি জমা দিয়ে আবেদন করেছিলেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) অফিশিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ উপলব্ধ।