Advertisement

ইউটিলিটি

Multiple Credit Cards Problems: একাধিক ক্রেডিট কার্ড রয়েছে, কী কী বিপদ হতে পারে জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • Updated 3:46 PM IST
  • 1/8

এখন অনেকেই ক্রেডিট কার্ড করেন ব্যবহার। এটি ব্যবহার করেই তাঁরা সমস্ত বিল মেটান। তারপর মাসের শেষে মাইনে পেলে ক্রেডিট কার্ডের টাকা দেন। এটাই তাঁদের দীর্ঘদিনের অভ্যাস।

  • 2/8

মুশকিল হল, অনেকেই একাধিক ক্রেডিট কার্ড করেন ব্যবহার। আর এটা তাঁরা জেনে বুঝেই করেন। তবে মাথায় রাখতে হবে, একাধিক ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু খারাপ দিক রয়েছে। 
 

  • 3/8

তাই আর সময় নষ্ট করে লাভ নেই। বরং এই নিবন্ধ থেকেই জেনে নিন যে কেন একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। 

  • 4/8

একাধিক ক্রেডিট কার্ড মানেই প্রচুর লোন নেওয়ার সুযোগ। আর সেই সুযোগেই অনেকে বেশি টাকা খরচ করে ফেলেন। যার ফলে বাড়ে সমস্যা। 

  • 5/8

অনেকগুলো ক্রেডিট কার্ড থাকলে অনেক সময় কার্ডের ডিউ ডেট ভুলে যান মানুষ। যার ফলে টাকাটা ঠিক সময় মেটানো হয় না। এর ফলে লেট ফি লেগে যায়। অহেতুক সুদ গুনতে হয়।

  • 6/8

প্রত্যেকটা কার্ডের একটা বার্ষিক খরচ রয়েছে। আর সেটা বছরের শেষে আপনাকেই গুনতে হবে। তাই এই বিষয়টাও মাথায় রাখতেই হবে। 
 

  • 7/8

একটা কথা মাথায় রাখবেন, একাধিক ক্রেডিট কার্ড একসঙ্গে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে কমে যায় ক্রেডিট স্কোর। যার ফলে পরবর্তী সময় লোন পাওয়া যায় না। 

  • 8/8

একাধিক ক্রেডিট কার্ডে লোন নেওয়ার প্রবণতা বাড়ে। যার ফলে লোন ট্র্যাপেও পড়ে যেতে পারেন। সুতরাং সাবধান হন। নইলে বিপদের শেষ থাকবে না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement