Advertisement

ইউটিলিটি

Gold Price Falling: দীপাবলির পর থেকে সোনার দাম পড়েই চলেছে, কেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 06 Nov 2025,
  • Updated 3:09 PM IST
  • 1/9

দীপাবলির পর থেকেই লাগাতার পড়েছে সোনার দাম। আর তা নিয়েই চিন্তায় অনেকে। তাঁরা ভাবছেন, কেন এমনটা হচ্ছে? কেন কমছে সোনার দাম? 

  • 2/9

যদিও লাগাতার দাম পড়ার পর আজ, বৃহস্পতিবার সামান্য বেড়েছে সোনার দাম। এ দিন এমসিএক্স এক্সচেঞ্জে সোনার দাম ০.১০ শতাংশ বা ১১৫ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ১,২০,৬৩৭ টাকা হয়েছে।

  • 3/9

অপরদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৪৩ টাকা বেড়েছে। আজ ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,১৯১ টাকা।

  • 4/9

তবে আজকের হিসেব বাদ দিলে সোনার দাম অনেকটাই কমেছে। গত ১০-১২ দিনে প্রায় ১০ টাকার বেশি কমেছে সোনার দাম। তাই সোনার দাম কম থাকার কারণটা জেনে নেওয়া খুবই জরুরি। 

  • 5/9

প্রথম কারণ হিসেবে প্রফিট বুকিংয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই বছর অনেকটাই বেড়েছে সোনার দাম। যার ফলে আগে যারা বিনিয়োগ করেছেন, তাদের ভাল লাভ হয়েছে। তারা এখন প্রফিট বুক করছেন। 

  • 6/9

আর প্রফিট বুক করার ফলে সোনার দাম কমছে। প্রায় প্রতিদিন সস্তা হচ্ছে সোনা।

  • 7/9

বিশেষজ্ঞদের একদল মনে করছে, আপাতত কিছুটা শান্ত হয়েছে পৃথিবী। যুদ্ধ পরিস্থিতি মোটের উপয় বিদায় নিয়েছে। সেই কারণেও সোনার দাম কমেছে। অন্যত্র বিনিয়োগ করছেন অনেকে।

  • 8/9

আমেরিকা ও চিনের মধ্যেও মোটের উপর একটা বাণিজ্য চুক্তি হয়ে গিয়েছে। সেই কারণেও বিনিয়োগকারীর সোনা ছেড়ে বেশি ঝুঁকি নিতে উঠেপড়ে লেগেছেন। তাতেই কমছে সোনা।

  • 9/9

যদিও মাথায় রাখতে হবে যে বহু দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কিনছে। তাই এখনই সোনার দাম খুব একটা তলিয়ে যাওয়ার আশঙ্কা কম। তবে এই নিবন্ধ পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। এটা শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement