Advertisement

ইউটিলিটি

এইডসের চিকিৎসায় করোনার কোপ! ওষুধের অভাবে মৃত্যুর মুখে ৫ লক্ষ রোগী

সুদীপ দে
  • 01 Dec 2020,
  • Updated 9:51 PM IST
  • 1/7

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস উপলক্ষে ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। 

  • 2/7

বিজ্ঞানীরা প্রথম এইডসের (AIDS) সম্পর্কে জানতে পারেন ১৯৮০ সালে। ভারতে ১৯৮৬ সালে প্রথম এইডসে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। তার পর থেকে এখনও পর্যন্ত ভারতে এইডসে আক্রান্তের সংখ্যা প্রায় ২৩ লক্ষ ৪৯ হাজার।

  • 3/7

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী (২০১৯ সালের), পৃথিবীর বিভিন্ন দেশের ৩ কোটি ৮০ লক্ষ মানুষ এডসে (AIDS) আক্রান্ত। এঁদের মধ্যে ৩ কোটি ৬২ লক্ষ আক্রান্ত পূর্ণবয়স্ক এবং বাকি ১৮ লক্ষের বয়স ১৫ বছরের কম।

  • 4/7

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বজুড়ে প্রায় ১৭ লক্ষ নতুন এডসে (AIDS) আক্রান্তের হদিস মিলেছে। ওই বছর বিশ্বজুড়ে ৬ লক্ষ ৯০ হাজার মানুষের প্রাণ কেড়েছে HIV ভাইরাস। তবে আশার আলো দেখাচ্ছে কমতে থাকা সংক্রমণের হার। গত ৯ বছরে HIV সংক্রমণ কমেছে প্রায় ২৩ শতাংশ।

  • 5/7

জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এডস (UNAIDS)-এর রিপোর্ট অনুযায়ী, করোনা মহামারির ফলে বিশ্বজুড়ে চলা দীর্ঘ লকডাউনে অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় ব্যাপক হারে ভাটা পড়েছে। টানা ৫-৬ মাস এইডসের (AIDS) ওষুধ না পাওয়ার ফলে বিশ্বজুড়ে প্রায় ৫ লক্ষ এডস আক্রান্ত মৃত্যুর সম্মুখীন হয়েছে।

  • 6/7

করোনা বিপর্যয়ের ফলে পর্যাপ্ত অ্যান্টিভাইরাল ওষুধের অভাবে বিশ্বের ২৪টি দেশ এখন চমর সঙ্কটের সম্মুখীন। UNAIDS-এর রিপোর্ট অনুযায়ী, অ্যান্টিভাইরাল ওষুধের এই ব্যাপক ঘাটতির ফলে গোটা বিশ্বের ৩৩ শতাংশ এইডস (AIDS) আক্রান্তের চিকিৎসাই এখন প্রায় থমকে গিয়েছে।

  • 7/7

মোট এইডস (AIDS) আক্রান্তের নিরিখে বিশ্বে ভারত তৃতীয় স্থানে রয়েছে। তাহলে এ দেশেও কী এইডস (AIDS) আক্রান্তের চিকিৎসা ব্যবস্থাও সঙ্কটের মুখে? ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO)-এর ডেপুটি ডিরেক্টরেট জেনারেল ডঃ নরেশ গোয়েল এ প্রসঙ্গে জানান, ভারতকে এমন কোনও সঙ্কটের সম্মুখীন হতে হবে না। কারণ, এ দেশে অ্যান্টিভাইরাল ওষুধের জোগানে টান পড়ার কোনও সম্ভাবনাই এই মুহূর্তে নেই।

Advertisement
Advertisement