Advertisement

ইউটিলিটি

Personal Loan: LIC পলিসি থেকেই নিতে পারেন Personal Loan, দিতে হবে না EMI!

Aajtak Bangla
  • 20 Aug 2021,
  • Updated 2:51 PM IST
  • 1/8

করোনা মহামারির ফলে মানুষের আর্থিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমেছে। ফলে নানা সঙ্কটের মোকাবিলায় ঋণের প্রয়োজন বেড়েছে। কিন্তু ঋণ পেতে গিয়েও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

  • 2/8

গত বছরে করোনার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। দেশের লক্ষ লক্ষ মানুষের সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে। তাই ঋণ নিতে বাধ্য হয়েছেন অনেকেই।

  • 3/8

অল্প সময়ের মধ্যে চড়া সুদে ঋণ পাওয়া গেলেও সমস্যা হয় তার EMI গুণতে। এই পরিস্থিতিতে তাৎক্ষনিক নগদের প্রয়োজনে LIC পলিসি থেকেও ব্যক্তিগত ঋণ (Personal Loan) নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে মাসে মাসে ঋণের EMI দেওয়ার ঝামেলাও নেই! কী ভাবে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক...

  • 4/8

আপনার যদি এলআইসি পলিসি থাকে, তাহলে আপনি খুব কম সুদে ব্যক্তিগত ঋণ পেতে পারেন। আপনি চাইলে অনলাইনেও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এখানে মনে রাখা জরুরী যে, শুধুমাত্র একটি এনডাউমেন্ট পলিসির ক্ষেত্রেই এলআইসি থেকে ব্যক্তিগত ঋণ নেওয়া যেতে পারে।

  • 5/8

আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে, তাহলে তার মোট যত পরিমাণ প্রিমিয়াম দেওয়া হয়েছে, তার নিরিখে এলআইসি থেকে ব্যক্তিগত ঋণ নেওয়া যেতে পারে। অনলাইনেই এই ঋণের জন্য আবেদন করা যেতে পারে।

  • 6/8

এলআইসি পলিসি থেকে ঋণ নেওয়ার সবচেয়ে সুবিধাজনক দিকটি হল, এ ক্ষেত্রে মাসে মাসে ঋণের EMI দেওয়ার ঝামেলাও নেই! কারণ, পলিসির মেয়াদ পূর্ণ (ম্যাচিওর হওয়া পর) হওয়ার পর আপনার ঋণের পরিমাণ সুদ-সহ কেটে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে।

  • 7/8

এলআইসি পলিসি থেকে ঋণ পাওয়ার শর্ত কী? ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক কমপক্ষে তিন বছরের প্রিমিয়াম পরিশোধ করার পর এলআইসি পলিসি থেকে ঋণ নিতে পারেন।

  • 8/8

এলআইসি পলিসির ‘সারেন্ডার ভ্যালু’র ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায়। তবে যদি এলআইসি পলিসিটি পেডআপ হয়, তাহলে তার সারেন্ডার ভ্যালুর ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। যদি কেউ অনলাইনে এলআইসি পলিসি থেকে ঋণ নিতে চান, তাহলে তারা সংস্থার অফিসিয়াল পোর্টালে বা এই লিঙ্কে https://www.licindia.in/home/policyloanoptions গিয়ে আবেদন করতে পারেন।

Advertisement
Advertisement