Advertisement

ইউটিলিটি

Zomato IPO: চাহিদা তুঙ্গে! ৫৩ শতাংশ প্রিমিয়ামে তালিকাভূক্ত হল Zomato-র শেয়ার!

Aajtak Bangla
  • 23 Jul 2021,
  • Updated 2:23 PM IST
  • 1/9

শুরু থেকেই Zomato IPO-র চাহিদা তুঙ্গে রয়েছে! Zomato-র প্রতিটি শেয়ারের মূল্য ৭২-৭৬ টাকা করে ধার্য করা হলেও NSE-তে ৫৩ শতাংশ প্রিমিয়ামে ১১৬ টাকায় আর BSE-তে ১১৫ টাকায় তালিকাভূক্ত হয় সংস্থার শেয়ার।

  • 2/9

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ Zomato-র শেয়ারের দাম ছিল তালিকাভূক্ত দামের চেয়ে ১৪.৪৮ শতাংশ বেশি, ১৩২.৮০ টাকা। এটি Zomato-র শেয়ারের ইস্যু হওয়া মূল্যের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি ছাড়িয়েছে।

  • 3/9

১৬ জুলাই পর্যন্ত Zomato IPO-তে সাবস্ক্রিপশনের সুযোগ পেয়েছেন বিনিয়োগকারীরা। IPO-র মাধ্যমে বাজার থেকে ৯,৩৭৫ কোটি টাকা জোগার করার পরিকল্পনা রয়েছে সংস্থার৷

  • 4/9

IPO চালু করার আগে ১৩ জুলাই থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের (অ্যাঙ্কর ইনভেস্টর) কাছ থেকে অর্থ সংগ্রহ করা শুরু হয়। ১৮৬ জন অ্যাঙ্কর বিনিয়োগকারী (অ্যাঙ্কর ইনভেস্টর) ৭৬ টাকা করে মোট ৫৫,২১,৭৩,৫০৫টি শেয়ার কেনেন। এর মাধ্যমে ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করে Zomato।

  • 5/9

SEBI-র কাছে জমা সংস্থার DRHP অনুযায়ী, IPO-র মাধ্যমে Zomato বাজার থেকে যে ৯,৩৭৫ কোটি টাকা জোগার করার পরিকল্পনা করছে তার মধ্যে ৯,০০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ার এবং ৩৭৫ কোটি টাকার শেয়ার 'অফার অফ সেল' (OFS)-এর জন্য বরাদ্দ করা হয়েছিল।

  • 6/9

Zomato-র প্রতিটি ইক্যুইটি শেয়ারের মূল্য ৭২-৭৬ টাকা। বিনিয়োগকারীকে ন্যূনতম ১৯৫টি ইক্যুইটি শেয়ার কিনতে হবে। অর্থাৎ, Zomato-র IPO-তে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১৪,৮২০ টাকা। ২০২০ সালের মার্চের পরে এটিই এখনও পর্যন্ত ভারতের বৃহত্তম IPO।

  • 7/9

Zomato-র শেয়ারের সিংহভাগ (৭৫ শতাংশ) যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য সংরক্ষিত হয়েছে। খুচরা বিনিয়োগকারীদের জন্য সংস্থার শেয়ারের ১০ শতাংশ রাখা হয়েছে। বাকি ১৫ শতাংশ শেয়ার অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত হয়েছে।

  • 8/9

গত ১৬ জুলাই, শুক্রবার শেয়ার বাজার খোলার পর থেকে লাভের মুখ দেখে Zomato-র শেয়ারও। সে দিনই প্রায় সাড়ে ৮ গুণ (৮.৩০ গুণ) বেশি সাবস্ক্রাইব করা হয় এর শেয়ার। Zomato বিত্রির জন্য ৭১.৯২ কোটি শেয়ারের অফার করলেও এখনও পর্যন্ত ৫৯৭.০১ কোটি শেয়ারের জন্য সাবস্ক্রিপশন পেয়েছে।

  • 9/9

খুচরা বিনিয়োগকারীদের অংশের শেয়ার প্রায় ৬ গুণ (৫.৮৬ গুণ) সাবস্ক্রাইব করা হয়েছে। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত Zomato-র শেয়ার প্রায় দেড় গুণ বেশি সাবস্ক্রাইব করা হয়েছে।

Advertisement
Advertisement