Advertisement

Post Office Common Service Centre : ডাকঘরে মিলবে হাজারো সুবিধা, করুন রিচার্জ, দিন IT রিটার্ন

Post Office Common Service Centre: ডাক বিভাগ জনাচ্ছে, এবার থেকে ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ, ট্রেনের টিকিট বুকিং, ইনকাম ট্যাক্স রিটার্নের, জীবন প্রমাণপত্র নথি জমা দেওয়ার মতো সকল সুযোগ-সুবিধা দেবে এখনকার আধুনিক পোস্ট অফিস।

ডাকঘরে মিলবে অজস্র পরিষেবা (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2022,
  • अपडेटेड 11:32 PM IST
  • পোস্ট অফিসে এসে একসঙ্গে আরও অনেক কাজ সেরে ফেলা যাবে
  • অনেকের কাছেই পোস্ট অফিস বলতে চিঠি চালাচালি
  • টাই যদি আপনার একমাত্র ধারণা হয়ে থাকে, তাহলে এবারে সেই ধারণা বদলানোর সময় এসেছে

Post Office Common Service Centre: পোস্ট অফিসে এসে একসঙ্গে আরও অনেক কাজ সেরে ফেলা যাবে। অনেকের কাছেই পোস্ট অফিস বলতে চিঠি চালাচালি। বা পার্সেল পাঠানো। এটাই যদি আপনার একমাত্র ধারণা হয়ে থাকে, তাহলে এবারে সেই ধারণা বদলানোর সময় এসেছে। তার কারণ সেখানে আরও পরিষেবা মিলবে। তার তালিকা নেহাত কম নয়।

কমন সার্ভিস সেন্টার
নিকটবর্তী সকল পোস্ট অফিসে এবার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য শুরু করা হচ্ছে কমন সার্ভিস সেন্টার বা সি এস সি। এখন থেকে এই সার্ভিস সেন্টারে গেলে একজন সাধারণ গ্রাহককে অনেকগুলো পরিষেবা পাবেন। ফলে তাঁধের অনেক সুবিধা হবে। বাঁচবে সময়।

কোন কোন পরিষেবা মিলবে, দেখে নেওয়া যাক
সেখানে একগুচ্ছ পরিষেবা যোগ হতে চলেছে। যার ফলে মানুষের অনেক লাভ হবে বলে মনে করছে ভারতীয় ডাক বিভাগ। দেখে নেওয়া যাক কী কী পরিষেবা সেখানে পাওয়া যেতে পারে। 

আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?

আরও পড়ুন: ওজন কমাতে এই ব্যায়ামগুলো বড়সড় বিপদ আনতে পারে, সাবধান!

আরও পড়ুন: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকার বেশি

ডাক বিভাগ জানাচ্ছে, এবার থেকে ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ, ট্রেনের টিকিট বুকিং, ইনকাম ট্যাক্স রিটার্নের, জীবন প্রমাণপত্র নথি জমা দেওয়ার মতো সকল সুযোগ-সুবিধা দেবে এখনকার আধুনিক পোস্ট অফিস। পোস্ট অফিসের সঙ্গে মানুষের সম্পর্কের কথা মাথায় রেখেই এই সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ভারতের ডাক বিভাগ। 

আরও পড়ুন: দেশের সেরা ১০ রোম্যান্টিক জায়গার হদিশ

আরও পড়ুন: 'ঠাকুরঘর সে প্রসাদ লেনে আয়ে হ্য়ায়,' শান্তিনিকেতনে বলেছিলেন লতা

Advertisement

বিশাল নেটওয়ার্ক
ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টের বিশাল নেটওয়ার্ক। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ডাকের পরিষেবা। ফলে এই বিশাল নেটওয়ার্কের সুবিধা পাবেন মানুষ। এত বড় যোগাযোগ ব্যবস্থা আরও বেশি করে কাজে লাগানো যাবে।

এখন কোথায় কোথায় পাওয়া যাবে?
আর শহরাঞ্চলের মানুষের সঙ্গে সঙ্গে দেশের প্রান্তিক মানুষের কাছে এই যুগের দ্রুততার সুযোগ সুবিধা দেওয়াই এখন প্রধান লক্ষ্য দেশের ডাক বিভাগের। ধীরে ধীরে সকল পোস্ট অফিসেই এই সুবিধা উপলব্ধ হবে। তবে বর্তমানে উত্তর ও দক্ষিণ কলকাতা, বারাসাত, বীরভূমের মত সকল জেলার মুখ্য পোস্ট অফিসগুলির কমন সার্ভিস সেন্টারে এই সুবিধা পূর্ণ মাত্রায় পাওয়া যাচ্ছে। এবং ভাল সাড়াও মিলছে বলে জানাচ্ছে ডাক বিভাগ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement