South 24 Parganas, Mandirtala: ফুলের পরিবর্তে চিপস, কুরকুরে দিয়ে সাজানো হল বরের গাড়ি। অনেক দিন আগে থেকেই তা ভেবে রাখা হয়েছিল।
কারণ ফুল দিয়ে সাজালে তা নষ্ট হয়ে যায়। মাঝ রাস্তায় অনেকে ছিঁড়ে ফেলে। তার বদলে চিপসের প্যাকেট দিয়ে সাজালে সেগুলো খাওয়া যাবে।
সাধারণত ফুল দিয়েই সাজানো হয় বরের গাড়ি। কেউ গোলাপ, কেউ রজনীগন্ধা কিম্বা অন্যান্য ফুল দিয়ে সাজান বরের গাড়ি। সেই গাড়িতে চেপেই বিয়ে করতে যান বর।
আরও পড়ুন: টাক পড়ছে? ছেলেদের মাথায় গজাবে নতুন চুল, উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা
কিন্তু ফুলের পরিবর্তে এবার নতুন পদ্ধতিতে সাজানো হল বরের গাড়ি। ব্যবহার করা হল নানা ধরনের চিপস, কুরকুরে দিয়ে।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের কারবালার বাসিন্দা পঙ্কজ হালদার নিজের বিয়ের গাড়ি এভাবেই সাজিয়েছেন।
আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে
মন্দিরবাজার থেকে এই গাড়িতে চেপেই বিয়ে করতে যান বারুইপুরে। বরের ভাই সত্য হালদার সাজাচ্ছিলেন সেই গাড়ি।
তাঁর দাবি, ফুল দিয়ে গাড়ি সাজালে বাচ্চারা ছিঁড়ে ফেলে, ফুল নষ্ট হয়।
কিন্তু এই চিপসের প্যাকেট কেউ ছিঁড়ে নিলেও তাঁরা সেগুলি খেতে পারবেন। পাশাপাশি নিজের বিয়েতে একটু অভিনবত্ব আনতেও এই উদ্যোগ তাঁর।
সাড়ে তিনশো থেকে চারশো প্যাকেট দিয়ে সাজানো হয়েছে। এগুলো সবাই খেতে পারবে। ফুল ছিঁড়েও নেয়।
এগুলো খেতে পারবে। শিশুদের আনন্দ দেওয়ার জন্যই তো লাগানো হয়েছে। জানাচ্ছিলেন তাঁরা।
বর পঙ্কজ হালদার জানান, ফুল দিয়ে সাজাবেন না ঠিক ছিল। ইচ্ছা ছিল অন্য কিছু করার।
বারুইপুরে বিয়ে তাঁর। তাঁর শ্বশুরবাড়ির লোকজন বরকে দেখবেন, না চিপস দিয়ে সাজানো গাড়ি, তা নিয়েই প্রশ্ন।