Advertisement

উত্তরবঙ্গ

দিন-দুপুরে লুঠের চেষ্টা শিলিগুড়িতে, পালাতে গিয়ে একজন ধৃত

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 27 Aug 2021,
  • Updated 7:28 PM IST
  • 1/8

দিন-দুপুরে শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম নয়াবাজার এলাকাতে লুটের চেষ্টা একদল দুষ্কৃতীর। যদিও ব্যবসায়ীদের তৎপরতায় এক দুষ্কৃতীকে ধরে ফেলে তারা।

  • 2/8

ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনায় খালপড়া আউট পোস্টের পুলিশ পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • 3/8

শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম এলাকার মধ্যে রয়েছে নায়া বাজার এলাকা। এই বাজার শহরের অন্যতম পাইকারি বাজার। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং নেপাল ভুটান আরও বেশকিছু জায়গাতে এখান থেকে সামগ্রী পৌঁছে যায়।

  • 4/8

প্রতিদিন কয়েকশ কোটি টাকার ব্যবসা হয় এই বাজার থেকেই। তবে শুক্রবার দিন দুপুরে নয়া বাজার এলাকায় এক ব্যবসায়ীকে লুটের চেষ্টা করল একদল দুষ্কৃতী।

  • 5/8

জানা গেছে এদিন ওই দুষ্কৃতী দল যুগল কিশোর শর্মা নামে ব্যবসায়ীকে দুপুরবেলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার চেষ্টা করে। সে সময়ে ঘটনা অন্যান্য ব্যবসায়ীরা দেখে ফেলায় দুষ্কৃতী দল পালানোর চেষ্টা করে।

  • 6/8

যদিও ঘটনায় দুষ্কৃতী দলের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও এক যুবককে স্থানীয় ব্যবসায়ীরা ধরে ফেলে। এরপরই ঘটনার খবর দেয়া হয় খালপাড়া টাউন আউটপোস্ট পুলিশকে।

  • 7/8

ঘটনাস্থলে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

  • 8/8

অন্যদিকে এই ঘটনার পরই ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এই দুষ্কৃতী দলের পেছনে অন্য কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement
Advertisement