শিলিগুড়িতে টয়ট্রেন পরিষেবায় এ বার আসছে নতুন চমক। শতবর্ষ পেরনো দার্জিলিং হিমালয়ান রেলের টয়ট্রেন এবার বেসরকারি সংস্থার সহযোগিতায় নতুনভাবে ‘জঙ্গল সাফারি’ নামের বিশেষ জয়রাইড চালু করছে। ১১ জানুয়ারি থেকে প্রতি শনি ও রবিবার এই বিশেষ ট্রেন চলবে।
শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত গিয়ে আবার জংশনে ফিরে আসবে জঙ্গল সাফারি ট্রেন। ঐতিহ্যবাহী পাহাড়ি পথে মনোরম যাত্রার সুযোগ মিলবে পর্যটকদের। রুট একই থাকলেও পরিষেবার ধরনে বড় পরিবর্তন আসছে।
ট্রেনে মোট তিনটি কামরা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কামরা বেসরকারি সংস্থার হাতে থাকবে PPP মডেলে। একটি কামরা সরাসরি রেলের অধীনে চলবে। এই তিন কামরার পরিষেবা, ভাড়া এবং সুযোগ-সুবিধা আলাদা আলাদা।
বেসরকারি সংস্থার হাতে থাকা দুটি কামরায় যাত্রীদের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা থাকছে। প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, বিকেলের জলখাবার। সবকিছুই প্যাকেজের অংশ হিসেবে দেওয়া হবে। খাবারের তালিকায় স্থানীয় মোমো ও চা-ও থাকছে।
খাবারের পাশাপাশি যাত্রীদের জন্য থাকছে স্থানীয় নেপালি লোকসংস্কৃতির পরিবেশনা। নেপালি ফোক ড্যান্স, ফ্যামিলি গেমস এবং তিনধারিয়া স্মৃতিবন পার্ক ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছে। ফলে পুরো যাত্রা হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ পর্যটন অভিজ্ঞতা।
এই দুটি বেসরকারি কামরার ভাড়া মাথাপিছু ২১৯৯ টাকা। ভাড়ার মধ্যে ভ্রমণ ছাড়াও খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পার্ক ভ্রমণ অন্তর্ভুক্ত। যারা শুধু একদিনের আরামদায়ক ‘এক্সপেরিয়েন্স-রাইড’ খুঁজছেন, তাদের জন্য এটি তৈরি।
অন্যদিকে রেলের অধীনে থাকা কামরায় থাকবে শুধুমাত্র ভ্রমণের সুযোগ। সিঙ্গল ট্রিপ ভাড়া ৫০০ টাকা এবং রাউন্ড ট্রিপ ভাড়া ১০০০টাকা। এখানে কোনও খাবার বা অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে না।
PPP মডেল অনুযায়ী বেসরকারি সংস্থা তাদের দুই কামরার সমস্ত আসনের ভাড়া আগেই রেলকে দিয়ে দেবে। ফলে যাত্রী কম হলেও রেলের কোনও ক্ষতি হবে না। রেল প্রশাসন মনে করছে, এতে অর্থনৈতিক দিক থেকে রেলই লাভবান হবে।
উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কীরেন্দ্র নারাহ এবং ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী। টিকিট বুকিং বেসরকারি সংস্থার সাইটে এবং IRCTC-র মাধ্যমেও পাওয়া যাবে বলে জানিয়েছে রেল।
তবে টয়ট্রেনে বেসরকারি হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। রেলের বেসরকারিকরণ নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই এই সিদ্ধান্ত নতুন আলোচনা তৈরি করেছে। যদিও DHR World Heritage Society-র সেক্রেটারি জেনারেল রাজ বসু এটাকে বেসরকারিকরণ বলে মানতে নারাজ, কোভিডের আগে শিলিগুড়ি-রংটং রুটে যাত্রা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন চুক্তিতে আবারও শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘জঙ্গল সাফারি’ জয়রাইড।