Advertisement

উত্তরবঙ্গ

কালিয়াচক গণহত্যা : বা-মা-ঠাকুমাকে খুনের মামলায় ৭০ দিনের মধ্যে চার্জশিট পুলিশের

মিল্টন পাল
  • মালদা,
  • 28 Aug 2021,
  • Updated 10:56 AM IST
  • 1/18

মালদার কালিয়াচকের পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় শুক্রবার মালদা আদালতে চার্জশিট জমা দিল পুলিশ।
 

  • 2/18

৭০ দিনের মাথায় চার্জশিট পেশ। খুন, তথ্য প্রমাণ লোপাট, খুনের চেষ্টার অভিযোগে ৩০২, ২০১ এবং ৩০৭ ধারা চার্জশিট।

  • 3/18

চার্জশিটে ৪৪ জন সাক্ষীর উল্লেখ।চলতি বছরের  ১৯ জুন বাবা, মা ,ঠাকুমা এবং বোনকে খুন করে ১৯ বছরের মহম্মদ আসিফ।২৭৩পাতার চর্জশিট জমা দেয়।

  • 4/18

পুলিশর পক্ষ থেকে স্পেশাল পি পি নিয়োগের আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করে আদালত। উল্লেখ্য,মৃতদের নাম আলেক নুর বেওয়া(৭২),ইরা বিবি (৩৬), রিমা খাতুন (১৬)জাওয়াদ আলি (৫৩)।

  • 5/18

গত জুন মাসের ২০ তারিখে মালদা কালিয়াচকের পুরানো ১৬ মাইল এলাকার বাসিন্দা আরিফ মোহম্মদ থানায় গিয়ে অভিযোগ করেন।

  • 6/18

অভিযোগে বলা হয় তার বাবা মা, দিদিমা ও বোনকে খুন করেছে তার ভাই আসিফ মহাম্মদ। রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে।

  • 7/18

পরেরদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদেহের নমুনা সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হয় খুনের কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম।

  • 8/18

অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করে সেই খুন করেছে অভিনব কায়দায়। প্রথমে বাড়ির সবাইকে ঠান্ডা পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়।

  • 9/18

এরপর একটি চৌবাচ্চায় জলে চুবিয়ে তাদেরকে খুন করে। বাড়ির গুদাম ঘরে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দেয়। এরপর ঘটনার পূর্ণনির্মাণ করা হয়।

  • 10/18

অভিযুক্ত আসিফের দাদা আরিফকেও খুনের হুমকি দেওয়া হয়। এরপর সে পালিয়ে যায়। প্রায় ঘটনার তিন মাস পর মালদায় ফিরে পুলিশকে সমস্ত ঘটনা জানায়।

  • 11/18

এরপরই অভিযোগের ভিত্তিতে ১৯শে জুন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় জেলা পুলিশ। ঘটনায় জরিত থাকার অসিফের দুই বন্ধু সাবির অলী মারুফ শেখের তদন্তে উঠে আসে।

  • 12/18

অভিযুক্ত ডার্ক ওয়েব ব্যবহার করে। টানা পুলিশি হেফাজতে থাকার পর বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। উদ্ধার হয় প্রচুর অস্ত্র তার দুই বন্ধু কেউ পুলিশ গ্রেপ্তার করে।

  • 13/18

অভিযুক্তের বিরুদ্ধে কোন প্রমাণ লোপাটের চেষ্টা সহ বেশ কিছু ধারায় মামলা করা হয়।এরপর ৭০দিনের মাথায় জেলা পুলিশ চার্জশিট দেয়। 

  • 14/18

জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এদিন কালিয়াচকের চারজনকে খুনের ঘটনায় আমরা চার্জশিট দিয়েছি।

 

  • 15/18

চার্জশিটে ৪৪ জন সাক্ষীর উল্লেখ।চলতি বছরের  ১৯ জুন বাবা, মা ,ঠাকুমা এবং বোনকে খুন করে ১৯ বছরের মহম্মদ আসিফ।

  • 16/18

২৭৩পাতার চর্জশিট জমা দিয়েছি।চার্জশিটে ৪৪ জন সাক্ষী ছিল। সেপ্টেম্বর মাসের ১০ তারিখে তার ট্রায়াল' রয়েছে।

  • 17/18

খুন, তথ্য প্রমাণ লোপাট, খুনের চেষ্টার অভিযোগে ৩০২,২০১ এবং ৩০৭ ধারা চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

  • 18/18

ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যেকেই দোষীর কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করেছেন।

Advertisement
Advertisement