টিকাকরণ কেন্দ্রে বিশৃঙ্খলা রুখতে শিলিগুড়িতে পুরনিগমের ১০ টি স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদনে অন্তত ৪৮ ঘন্টা আগেই এবার থেকে টিকার কুপন মিলবে।
প্রথম ডোজ সকলের জন্যে নিশ্চিত করতে দুটি টিকা ভ্যান নামবে রাস্তায়। সবমিলিয়ে প্রথম ডোজের টিকাকরন সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করল শিলিগুড়ি পৌরনিগম।
করোনার টিকা নিতে প্রতিদিন পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্র গুলিতে একদিন আগে থেকে লাইন পড়ছে। তবে তাও অনেকেই টিকা পাচ্ছেন না ।
যার জেরে মাঝেমধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আর তাই এবার টিকা নিয়ে বিশৃঙ্খলা রুখতে উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি পুরনিগম। এবার থেকে টিকা কেন্দ্রে করোনার টিকা পাওয়ার জন্য ৪৮ ঘন্টা আগেই মিলবে কুপন।
এই কুপনে টিকা প্রাপকের নাম ও আধারকার্ড নাম্বার দেওয়া থাকবে। সোমবার শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, শুধুমাত্র প্রথম ডোজের ক্ষেত্রে আমরা আগ্রাধীকার দিচ্ছি। এর জেরে টিকা নিতে এসে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরী হবে না। এখন আঠারো উর্ধে সকলের জন্যেই টিকাকরন শুরু হয়েছে। পাশাপাশি দুটি টিকা ভ্যান নামবে শিলিগুড়ি শহর জুড়ে। যারা এখনো টিকা নিতে পারেনি তাদেরকে টিকা দেয়া হবে।