Advertisement

পশ্চিমবঙ্গ

AC Local Trains: রবিবারও শিয়ালদায় AC লোকাল, পুরো টাইম টেবিল রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2025,
  • Updated 10:09 AM IST
  • 1/9

এসি লোকাল নিয়ে যা ভাবা হয়েছিল, তার থেকে অনেক বেশি যাত্রী হচ্ছে। তাই এই লোকাল নিয়ে একগুচ্ছ নতুন ঘোষণা করল রেল।

  • 2/9

রেলের তরফে জানান হয়েছে, এখন থেকে শিয়ালদা-কল্যাণী এবং শিয়ালদা-কষ্ণনগর রুটে রবিবারও মিলবে পরিষেবা। যার ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

  • 3/9

রবিবার শিয়ালদা থেকে এই লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ১১টা বেজে ৫৫ মিনিটে। সেটা কৃষ্ণনগরে পৌঁছে যাবে দুপুর ২টো ২০ মিনিটে।

  • 4/9

আবার সেই ট্রেনটিই ফিরবে কৃষ্ণনগর থেকে শিয়ালদা। এটি সেখান থেকে ছাড়বে ৩টে ৫৭ মিনিটে। শিয়ালদা পৌঁছাবে সন্ধে ৬টা ২০ তে।

  • 5/9

ও দিকে আবার শিয়ালদা-কল্যাণী এসি লোকালও চলবে রবিবার। এটি দুপুর ৩টে ১০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে। কল্যাণী পৌঁছে যাবে ৪টে ৩২ নাগাদ।

  • 6/9

আবার কল্যাণী থেকে এই ট্রেনটি ছেড়ে আসবে বিকেল ৫টা ০২ মিনিটে। সেটা সন্ধে ৬টা ২০ মিনিটে পৌঁছে যাবে শিয়ালদা।

  • 7/9

এছাড়া নতুন দু'টি ট্রেনও চালু করছে রেল। সেক্ষেত্রে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত একটি লোকাল ট্রেনের ঘোষণা করা হল।

  • 8/9

এছাড়া বারাসত থেকে বনগাঁ পর্যন্ত একটি ট্রেন দিল রেল। পাশাপাশি এ দিন কয়েকটি ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়।

  • 9/9

একটি ব্যারাকপুর-শিয়ালদহ লোকালকে কল্যাণীতে নিয়ে যাওয়া হল। পাশাপাশি একটি হাসনাবাদ-বারাসত লোকালকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত টেনে আনা হল। এছাড়া একটি বিবাদীবাগ-ব্যারাকপুর লোকালকে কল্যাণী পর্যন্ত সম্প্রসারিত করা হল।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement