দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করলেও উত্তরবঙ্গে তার কোনও প্রভাব নেই। উত্তরে ধীর লয়ে তাপমাত্রার নিম্নগতি অব্যাহত রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে,৪ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় একই এলাকায় একটি নিম্নচাপও তৈরি হতে পারে।
যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫ ডিসেম্বর থেকে হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
কিন্তু তার প্রভাব উত্তরবঙ্গের আবহাওয়ায় পড়ার কোনও সম্ভাবনা নেই । উত্তুরে হাওয়া ঢোকাতে কোনও রকম সমস্যা হবে না।
সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস গত কয়েকদিনের মতোই থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে যে আপাতত কোথাও কোনও বৃষ্টি হবে না।
৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমেল হাওয়া সকাল ও সন্ধ্যায় বেগ দেবে।
আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পাহাড়ে রীতিমতো ঠান্ডা। ভরা শীতের মরশুম উপভোগ করতে পাহাড়ে হাজির হচ্ছেন সাধারণ পর্যটকরা