Advertisement

উত্তরবঙ্গ

এনজেপি স্টেশনে কুকুর দিয়ে তন্নতন্ন করে তল্লাশি চালালেন ডিআরএম

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 13 Aug 2021,
  • Updated 11:11 PM IST
  • 1/12

স্বাধীনতা দিবসের প্রক্কালে নিউ জলপাইগুড়ি স্টেশনের নিরপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখলেন ডি আর এম।

  • 2/12

৭৫তম স্বাধীনতা দিবসে কোন জঙ্গি সংগঠনগুলো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তারজন্য সচেষ্ট রয়েছে প্রশাসন।

  • 3/12

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হল শিলিগুড়ি। বাগডোগরা বিমানবন্দর ও নিউ জলপাইগুড়ি স্টেশন গুরুত্বপূর্ন।

  • 4/12

করোনা আবহের জন্য পর্যটকদের আনাগোনা বর্তমানে কম থাকলেও,সদা ব্যাস্ত থাকে এই দুটি জায়গা।

  • 5/12

রেল দফতর থেকে বিধিনিষেধ মেনে প্রতিদিন কয়েক জোড়া স্পেশাল ট্রেন যাতায়াত করে।

  • 6/12

কোন সংগঠন যাতে ট্রেনকে হাতিয়ার করে কোন অঘটন ঘটাতে না পারে তার জন্য কড়া নজরদারি রয়েছে।

  • 7/12

তবে স্বাধীনতা দিবসের জন্য নজরদারি আরো বাড়ানো হল বলে জানান কাটিহারের ডিআরএম সুভেন্দ্র কুমার চৌধুরী।

  • 8/12

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তরে নিজে দাঁড়িয়ে থেকে যাত্রীদের ব্যাগ ও স্টেশন চত্তরের আশপাশে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি।

  • 9/12

স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মোড়া হল উত্তর- পুর্ব ভারতের প্রবেশদ্বারকে।

  • 10/12

অন্যদিকে উত্তর-পুর্ব ভারতের প্রবেশদ্বার এনজেপি স্টেশনের যাত্রিদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে।

  • 11/12

এদিন স্নিফার ডগ নিয়ে গোটা স্টেশন ও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি তলাশি চালানো হয়।

  • 12/12

এনজেপি GRP এর IC অনুপম মজুমদার জানান, নিরাপত্তার স্বার্থে ইতিমধ্য প্রায় ৪০ জনকে বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্বাধিনতা দিবস উপলক্ষ্যে নাকা চেকিং,রেড সহ বেলাকোবা থেকে রাঙ্গাপানি মোটর ট্রলি দিয়ে স্পেশাল চেকিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement